আপনার সবচাইতে পছন্দের গেম প্ল্যাটফর্ম কোনটি? আমি জানি এর উত্তরে বেশিরভাগ মানুষই বলবে পিসি, এক্স-বক্স, পিএসথ্রি ইত্যাদি। একবছর আগে আমিও একই উত্তর দিতাম হ্য়ত, কিন্তু এখন আমার সবচাইতে পছন্দের গেমিং প্ল্যাটফর্ম হচ্ছে এন-গেজ। ধন্যবাদ নকিয়া কে, কারন নকিয়াই আমাদের জন্য এই প্রথম একটি অত্যাধুনিক মানের মোবাইল গেমিং প্ল্যাটফর্ম এনেছে।
এন-গেজ গেমসগুলোর অন্যান্য মোবাইল গেমস এর চাইতে শতগুনে ভাল হবার মুল কারনগুলো হল হাই কোয়ালিটি থ্রী-ডি গ্রাফিক্স, ভাল সাউন্ড, আকর্ষনীয় গেমপ্লে এবং এর স্টোরিলাইন যা আপনার মনোযোগ গেম থেকে সরতে দিবে না। আর একটা ব্যাপার যা আপনি শুধুমাত্র এন-গেজ এ পাবেন তা হল এর মাল্টিপ্লেয়ার মুড যার সাহায্যে আপনি অন্যান্য গেমার এর সাথে খেলতে পারবেন। এরই মাঝে এন-গেজ প্ল্যাটফর্মে এসে গেছে মেটাল গিয়ার সলিড, রেসিডেন্ট এভিল এর মত কিছু জনপ্রিয় গেমস যা আসলেই লোভনীয়।
এন-গেজ বর্তমানে শুধুমাত্র কিছু বাছাই করা নকিয়া ফোনে সাপোর্টেড। কিন্তু নিচের লিংক থেকে আপনি যেকোন S60 3rd edition নকিয়া ফোনের জন্য এন-গেজ এপলিকেশন ইন্সটলার ডাউনলোড করে আপনার ফোনটিকেও এন-গেজ কম্পাটিবল করতে পারবেন আর যে কোন সাপোর্টেড ফোনের মত এন-গেজ গেমস খেলতে পারবেন। তো দেরী কেন, এখনই আপনার নকিয়া মোবাইল এ এন-গেজ ইন্সটল করুন আর খেলুন কিছু মনমুগ্ধকর এন-গেজ গেমস।
এন-গেজ গেমস ভিডিও:
নিচের লিংক থেকে আপনি এন-গেজ এপলিকেনশন ছাড়াও আরো পাবেন কিছু ফাটাফাটি এন-গেজ গেমস। পুরো ফ্রি।
N-Gage 2.0 Application Installer
Free N-Gage Games
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০৬