এখানে ভালো আছি দিব্যি ভালো আছি। কোন হইচই ছাড়া, তীব্র কোলাহল ছাড়া। এখানে খুব ভালো আছি। কোন বন্ধু নেই, শাহবাগের হইচই নেই। ভীষণ একা আছি, ভালো আছি। প্রতিদিন দৌড়া্ই, তবুও আমার হাতে অনেক সময়, অনেক সময় নিয়ে সারাটা সময়জুড়ে একলা থাকি। ভীড় ভীড় করি নিজের সাথে কথা বলি যেমনটা করতাম ঢাকার জীবনে। কিছু স্মৃতি এখন বড্ড জ্বালায় এখানে, এসব যদি ইরেজার দিয়ে মুছে ফেলা যেত, তাহলেই আমি হাঁঁপ ছেড়ে বাঁচি। ভীষণ তাড়া করে, কিছু মুখ, মুখের মতন স্মৃতি। কিছু গান শুনতে মন চায়, পরক্ষণে ফের মন বারণ করে। ইদানীং খুবই কমই রাত জাগি, মোবাইলের এলার্ম বেজে ওঠার আগে সকালের ঘুম ভেঙ্গে যায়, ঘুমের ভিতরে এলোমেলো সারাদিনের কীর্তিকলাপ যেন রিপিট হয়। শরীরটাও ভালো নেই প্রায় দুমাসের চেয়েও বেশি সময় ধরে বুকের উভয় পাশে ব্যথা করায়, পিঠ ব্যথা করায়, এখানে ডাক্তার দেখিয়েছি, টেস্ট করিয়েছি তবু কিছুতেই কিছু হয় নি বলে মনেহয়। যে বাসায় আছি এখন, মাস্টার পাড়া, জাহানারা প্লাজা, এখানে তীব্র পানি সংকট, ভীষণ রকমের দুর্গন্ধযুক্ত ময়লা পানি, শরীর চুলকায়। ভালো পানি দুবার আসে, সকালে আর রাতে, যদিও এ রুটিনেও নিয়ম করে পানি আসে না। এখানে ভীষণ রকম ভয় হয়, হাউজিংয়ের বালুর মাঠে প্রায় নিয়ম করে চক্কর দিই, বিকালে কিংবা রাতে, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। গরম-বৃষ্টি আর রাস্তা, খাবার হোটেল, ফার্মেসি, হাসপাতাল আমার নিকটতম আত্মীয়, আমার জীবনের স্বজন...
বিষাদ আব্দু্ল্লাহ
২৮/৭/২০১৯, রোববার
মাস্টারপাড়া, জাহানারা প্লাজা, মাইজদি, নোয়াখালী।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০৪