আকাশে গুচ্ছ গুচ্ছ নিকষ মেঘের উড়াউড়ি
রাতের জোসনা আলোর ভিতর শাদা মেঘের দৌড়াদৌড়ি...
আমিই তা, আমার চিহ্ন বহন করে
যেভাবে হাঁটায় সময় সেইভাবে হাঁটি দিন-দুপুরে
শুন্য পকেট, ভাবনা নিরেট
চেপে ধরি কান্নার মুখ
ঝনঝনিয়ে করে ওঠে, বিষাদ ঘরের টিনের বুক
স্বপ্ন ধরি, স্বপ্ন খাই
স্বপ্ন নিয়ে কাব্য সাজাই, গান বাঁধাই
আঙুল দিয়ে টেবিল বাজাই....
রাতদিনে ফেসবুকে, মুঠোফোনের বইয়ের পাতায়
কিংবা কোনো নিষিদ্ধ দৃশ্যে, অনায়সে
চোখ ডুবে যায় মন ডুবে যায়
ধরেই নেই কোনো রমণীর শরীর হাতড়াই
ঠাণ্ডা শরীর ঠাণ্ডা মন
ভেজা কাপড়, ঘন নিঃশ্বাস
বয়ে আনে ঘুম, তারপর, কি হবে রে চোখ খুললে !
চুপ করে থাক ওরে পলাশ কিছুক্ষণ....
বিষাদ আব্দুল্লাহ
১৯/৫/১৬
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:০২