আসলে নর-নারীর ক্ষেত্রে সব প্রেমের বৈধতা দেওয়া প্রয়োজন এতে করে সমাজের অপরাধ প্রবণতা শূন্যের কোঠায় নেমে আসবে বলে আমি মনেকরি। পরিবারের কর্তা ব্যক্তিকে উদার মনের মানসিকতা হওয়া অবশ্যই প্রয়োজন। বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, গ্রামের মাতাব্বর, হুজুর, পুরোহিত, রাজনৈতিক নেতা সহ সবাইকে প্রেমকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। প্রেমকে বৈধতা দিতে হবে আর তা আইন করে হবেনা হবে ইতিবাচক মানসিকতা থেকে, উগ্রতা, গোঁড়ামীতা থেকে বের হয়ে যা আজকের সমাজে খুবই জরুরি।
গভীর সমবেদনা জানাই ঢাকা কমার্স কলজের দুই প্রেমিক-প্রেমিকাকে এবং তাদের বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি। সেই সাথে তীব্র নিন্দা জানাই কলেজ প্রশাসনের এইরকম কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্তকে। আমি বিশ্বাস রাখি, কলেজ প্রশাসন এইরকম কঠোর শাস্তির সিদ্ধান্ত থেকে সরে আসবে।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ দুপুর ১:৪৮