প্রাচীন গ্রীসের গ্রীক দেবদেবীরা হলেন ১) প্রাথমিক দেবদেবী,(Primordial gods ), ২) টাইটান(Titans) এবং ৩) অলিম্পিয়ান দেবদেবীরা (Olympian gods )।
১) প্রাথমিক দেবদেবী(Primordial gods ) বা প্রোটোজেনোই( Protogenoi- protos প্রথম এবং genos জন্ম গ্রহন) রা হলেন বিশ্বের মৌলিক উপাদান গুলো যেমন আকাশ, বাতাস, আলো, অন্ধকার, সমুদ্র, পৃথিবী, সময়, রাত, দিন, জন্ম, মৃত্যু, ইত্যদির দেবতারা।
অধিকাংশ প্রাথমিক দেবদেবীদের নির্দিস্ট মানুষের আকার না থাকলেও এদের কাউকে কাউকে দেখানো হয়ে থাকে প্রকৃতির উপাদানের সাথে সম্পৃক্ত, যেমন পৃথিবীর দেবতা গায়াকে দেখানো হয় মাটি ভেদ করে উঠে আসা নারী হিসেবে এবং সমুদ্রের দেবী থালাসাকে সমুদ্রবক্ষ থেকে উঠে আসা একজন নারী হিসেবে।
প্রাথমিক দেব দেবীরা ছিলেন-
১) ইথার-AETHER (Aither) ঃ- নশ্বর পৃথিবীর বায়ু মন্ডলের উপরের এবং স্বর্গের নীচের স্তর আলোর কুয়াশার দেবতা ছিলেন ইথার
২) আনানকে – ANANKE প্রয়োজন, কর্তব্য, এবং ভবিতব্যের দেবী ছিলেন আনানকে । তিনি ছিলেন সময় দেবতা ক্রোনাসের সহধর্মীনী, অতিমানবীয় এবং নিরাকার। সর্পিল গতিতে সমগ্র সৃস্টি প্রদক্ষিন করে রক্ষা করতেন সৃস্টিকে।
৩) ক্যাওস- পৃথিবী পৃষ্ঠ থেকে স্বর্গীয় ইথার পর্যন্ত বিস্তৃত বায়ুমন্ডলের দেবী ছিলেন ক্যাওস। বায়ুমন্ডলের অপর দেব দেবীরা ছিলেন ক্যাওসের বংশধর, যেমন ইরেবুস
(Erebus), ছিলেন অন্ধকারের দেবতা, নিক্স ( Nyx ) ছিলেন রাতের দেবতা, ইথার (Aether ), ছিলেন আলোর দেবতা এবং হেমেরা (Hemera ) ছিলেন দিনের দেবতা।
৪) খ্রোনাস-CHRONOS (Khronos) সময়ের প্রাথমিক দেবতা ছিলেন সৃস্টির শুরুতে স্বআবির্ভুত । তিনি ছিলেন তিন মাথাওয়ালা অশরীরি এবং সাপের লেজওয়ালা। সহধর্মীনি আনানকে নিয়ে তিনি সমগ্র সৃস্টিকে ঘিরে ধরে রেখে রক্ষা করে চলেছেন।
৫) ইরেবুস-EREBUS (Erebos) , অন্ধকার কুয়াশার প্রাথমিক দেবতা ছিলেন ইরেবুস। পৃথিবী গহ্বর এর অন্ধকার জগত ছিল তার রাজত্ব।
৫) এরোস EROS ছিলেন সৃস্টির দেবতা । আফ্রোদিতি পুত্র এরোস থেকে পৃথক হিসেবে দেখাতে তাকে ফানেস বা প্রটোগনস হিসেবে ও ডাকা হত। এরস ছিলেন ভাল বাসার দেবতা । সৃস্টির শুরুতে আকাশ দেবতা ইউরেনাস এবং ধরিত্রী দেবী গায়ার মনে ভালবাসার সঞ্চার করেন এরোস, সেখানেই সৃস্টির সূচনা।
৬) গায়া GAEA (Gaia)। প্রাথমিক ধরিত্রী দেবী। স্রৃস্টির শুরুতে আবির্ভুত দেবী গায়া হলেন বিশ্ব ব্রহ্মান্ডের ভিত্তি। প্রাথমিক দেবী গায়া কে দেখানো হয় ভু পৃষ্ঠ থেকে উঠে আসা একজন নারী হিসেবে।
৭) হেমেরা - HEMERA ছিলেন দিনের প্রাথমিক দেবী। পৃথিবীর শেষ প্রান্ত থেকে উঠে এসে মা নিক্সের ছড়িয়ে দেওয়া অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে দিতেন উজ্জ্বল নীল ইথারের নীচের পৃথিবীতে। হেমেরার স্বামী ছিলেন প্রাথমিক দেবতা ইথার।
8) হাইড্রোস-HYDROS জলের প্রাথমিক দেবতা ছিলেন হাইড্রোস। পৃথিবী দেবতা গায়ার সাথে মিশে প্রাথমিক কালে কাদা সৃস্টি করেন হাইড্রোস। বিশুদ্ধ জলের দেবতা ওকিয়ায়ানাস Oceanus. এর সমকক্ষ ছিলেন হাইড্রোস
৯) নেসই NESOI - এরা ছিলেন দ্বীপের দেবতারা। পাথরের পাহাড় পর্বতের এই দেবতাদের পৃথিবী থেকে উপড়ে নিয়ে ভেঙ্গে চুরে সমুদ্রে নিক্ষেপ করেন টাইটান দেবতা পোসাইডোন।
১০) নিক্স NYX রাতের প্রাথমিক দেবী। স্বর্গীয় ইথারের আলোর উপর স্বামী ইরেবুসের অন্ধকার কুয়াশার চাদর টেনে দিয়ে রাত নামাতেন নিক্স। তিনি ছিলেন তারকা খচিত পোষাকের আবরনে আবৃত নারী।
১১) ওকিয়ানাস OCEANUS (Okeanos) ছিলেন বিশুদ্ধ জলের দেবতা । সমস্ত নদী ঝরনা, বৃস্টী মেঘের সৃস্টি করতেন ওকিয়ানাস । তিনি ছিলেন মাথায় শিং ওয়ালা মানব এবং পায়ের পরিবর্তে তার নীচের অংশ ছিল মাছের লেজ আকৃতির।
১২) উরিয়া OUREA ছিলেন পাহাড়পর্বতের প্রাথমিক দেবতা। ধরিত্রী দেবী গায়া থেকে তার উতপত্তি।
১৩) ফানেস PHANES ছিলেন প্রাথমিক শ্রস্টা দেবতা। সময়ের শুরুতে সৃস্টির বীজ রুপার ডিম থেকে তার জন্ম। সমগ্র বিশ্ব ব্রহ্মান্ডে শৃংখলা স্থাপন করেন তিনি। তাকে এরোস বা প্রথম জন্ম নেওয়া প্রোটোজেনই হিসেবেও বর্ননা করা হয়ে থাকে । কোন কোন জায়গায় বর্ননা মেলে যে বিশ্ব ব্রহ্মান্ডের উপর কর্তৃত্ব বজিয়ে রাখতে দেবতাদের রাজা জিউস তাকে গিলে খেয়ে ফেলেন।
১৪) ফুসিস PHUSIS প্রকৃতির প্রাথমিক দেবতা । সৃস্টির শুরুতে জন্ম নেওয়া একজন দেবতা হলেন প্রকৃতি মা (Mother Nature)। তিনি ছিলেন ধরিত্রী দেবী গায়া এবং টেথীসের আত্মীয়।
১৫) পন্টাস PONTUS (Pontos) ছিলেন সমদ্রের প্রাথমিক দেবতা। বিশ্ব ব্রহ্মান্ডে শৃংখলা স্থাপিত হওয়ার পর ধরিত্রী দেবী গায়া থেকে তার জন্ম।
১৬) তারতারোস TARTARUS (Tartaros) ছিলেন ধরিত্রীমুলের নীচে অবস্থিত ঝঞ্ঝাবিক্ষুব্ধ গহ্বরের প্রাথমিক দেবতা । তিনি ছিলেন স্বর্গের বিপরীত। স্বর্গ যেমন পৃথিবীর উপরের আচ্ছাদন , ধরিত্রীর নীচের দিকে ছিল গহ্বর তারতারোস এর অবস্থান। টাইটান দেবতাদের তারতারোস গহবরে বন্দী করে রাখেন অলিম্পিক দেবতারা।
১৮) টেথিস TETHYS ছিলেন সুপেয় জলের প্রাথমিক দেবী। তিনি ছিলেন মা প্রকৃতির অংশ। দেবী টেথিস এবং স্বামী ওকিয়ায়ানাস থেকেই জল পেত পৃথিবীর সমস্ত নদী , মেঘ এবং ঝর্না।
১৯) থালাসা THALASSA - সমুদ্র বা সমুদ্র পৃষ্ঠের প্রাথমিক দেবী হলেন থালাসা। ইথার এবং হেমেরার মিলন থেকে তার জন্ম। দেবতা পন্টাসের গভীর জলের সাথে মিশে তিনি লালন করতেন মাছেদের।
২০) থেসিস THESIS সৃস্টির অপর দেবী। টেথিসের মতই তিনি ও হলেন মা প্রকৃতির সেবিকা।
২১) ইউরেনাস URANUS (Ouranos) ছিলেন আকাশ এবং স্বর্গের দেবতা। দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত ছিল তার বিস্তৃতি। ধরিত্রী দেবী গায়ার সাথেই তার জন্ম। ইউরেনাস পৃথিবীতে নেমে এলে পুত্র ক্রোনাস মা গায়ার পরামর্শে তাকে বন্দী করে তার যৌনাংগচ্ছেদ করে সমুদ্রে নিক্ষেপ করেন।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১২ রাত ৮:২৬