আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের চমৎকার একটি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দেবো। অনেকেই হয়তো আগেই এই সফটওয়ারের সাথে পরিচিত। যারা জানেন না তাদের জন্যই মুলত আজকে আমার এই টিউন।
ভিডিও টিটোরিয়াল বানাতে কার না ভালো লাগে। ইউটিউবে ভিডিও আপলোড করতে, অথবা কোন বন্ধুবান্ধব কে কম্পিউটারের কোন বিষয় শেখানোর জন্য কম্পিউটারের স্ক্রিন ক্যাপচার সফটওয়ার খুব গুরুত্বপূর্ণ এবং দরকারি একটা সফটওয়ার।
স্ক্রিন ক্যাপচারের জন্য অনেকগুলো সফটওয়ার আছে। যারা নতুন তাদের জন্য "ফাস্টস্টোন ক্যাপচার" সফটওয়ারটা খুব ই ইফেক্টিভ একটা সফটওয়ার। অন্য সব সফটওয়ারের চেয়ে এই সফটওয়ার ব্যবহার করা খুব ই সহজ। স্ক্রিন ক্যাপচার শুরু করার আগে ইচ্ছা মত নিজের নাম বা প্রতিষ্ঠানের নাম টাইটেল হিসেবে বসিয়ে নেওয়া যায়। ভিডিও কোয়ালিটিও অনেক ভালো। আশা করি সফটওয়ারটি আপনাদের ভালো ভালো লাগবে। তাই দেরি না করে এক্ষুনি ডাউনলোড করে সফটওয়ারটি নিজের কাছে সংরক্ষন করে রাখুন।
ডাউনলোড লিঙ্কঃhttp://linkshrink.net/75LdGJ
(নোটঃ 'টেকটিউনস' এ সেইম এই পোষ্ট আছে, ঐটাআমার ই দেওয়া পোষ্ট)
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৫২