হোটেলের ম্যানেজার নমস্কার জানিয়ে বললেন
বাবু এত বড় শহরে আপনার
কি কেউ নেই আপনজন???
প্রিয়জন,কোন আত্বীয় স্বজন???
বললাম কেন???
তোমরাই তো এতদিনে
আপনজন প্রিয়জন হয়ে উঠেছো,
বল, আর কি দরকার???
প্রয়োজন নেই জীবনের যত
ঘুমন্ত ব্যথার ঘুম ভাঙ্গাবার আর।
এ জগৎ সংসারে,
কে আপন জন???
কে প্রিয়জন???
আত্মীয় স্বজন???
হয়তো আমার যাযাবর জীবনে
কোনদিনই ভেবে দেখার হয়নি অবসর,
কারও সান্নিধ্য পেয়ে এমন অনুভব হয়নি মনে,
জীবনের ফেলে আসা পথে পিছনে ফিরে তাকিয়ে
একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেখলাম বারবার
আমার হাত ধরে কেউ কোনদিন বলেনি
আসুন হোটেলে থাকার কি দরকার???
যাদের বিত্ত আছে কিন্তু চিত্ত নাই
তাদের বাসায় যে নেয় ঠাঁই
আমি বলবো সে সত্যই এক হতভাগা
যেখানে আদর নেই সেখানে এক মূহুর্ত
কাটানো যেন হাজার বছরের দন্ড প্রাপ্ত
কোনো এক কয়েদীর ক্লান্ত প্রহর,
কিন্তু হোটেলে হৃদয় হয়না ক্ষতবিক্ষত
মনে হয় প্রশান্তিময় নিজের একটি ঘর।