আমি খামোশ বলি না,
দূর্বলের মত,
আমি বিব্রত হই না।
গরমে কাউকে রাবিশ বলি না,
কাউকে ভাতের খোটা এমনকি থাকার জায়গা নিয়েও না।
আমি এতিমের টাকা
ছুঁয়েও দেখি না,
হাওয়া ভবনও গড়ি না।
তেঁতুলকে জাতীয় ফলও বলি না,
তেঁতুলকে মিষ্টি ফলও বলি না,
তেঁতুল আমাকে কোন বেনিফিটও দেয় না।
আমি উল্লুকা পাঠার মত দুঃসময়ে হাঁসতেও পারি না।
পাগলের মত আমি সকালে এক কথা বিকালে আরেক কথা
বলতে পারি না।
আমার বউ নাই,তাই আমার বউয়ের আয়ও নাই।
আমি টিভি পর্দার বাইরে ভালো
অভিনয়ও করতে পারি না।
এই দেশ আমারে অনেক
কিছুই শিখালো,
কিন্তু উপরের
বিষয় গুলো শিখাইতে
পারলো না!