নিষেধাজ্ঞা, নিন্দা কত তোর জোর?
রাশান হামলায় জেগেছো পশ্চিম , দেখছি নতুন ভোর!
বইছে রক্তগঙ্গা পুতিনের মিসাইল বোমায়
গর্জে উঠছে পশ্চিমা মিডিয়া, ধরনী সংকটময়।
এক স্বৈরশাসক যাকে মানছে বিশ্ব
অন্যায়ের পক্ষে লড়তে থাকা কৌরবের ভিষ্ম।
আজ তাই বিধুর হয়ে শেখাতে ন্যায় এর পাঠ
বাতাসে বইছে কত পশ্চিমা মিডিয়ার হাট।
নীল চোখি সাদা চামড়ার সব ইউরোপীয়
আক্রান্ত আজ পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যস্বীয়।
আজকের ব্যথিত "পশ্চিম" অথচ মৌনব্রত পেয়েছি তোমায়
ফিলিস্তিন আরকান ইরাক সিরিয়ায় ।
পশ্চিমা মিডিয়া? ইউক্রেন হামলা যদি মানবতার সংকট হয়?
তবে আরকান, ফিলিস্তিন, কাশ্মীর, কেন নয়??
রাশান বোমায় ইউক্রেনে রক্তগঙ্গা বয়
তবে আমেরিকান বোমায় ইরাক-আফগানিস্তানে কেন নয়?
রাশান বোমাকে যদি নিন্দা করতে পারো
দোহাই তোমায় তবে আমেরিকান বোমাকেও করো।
পশ্চিমা মিডিয়া তুমি বরং সাইক্লোপসই হবে!
বাম চোখে যার মুসলিম ডান চোখে ইউরোপ রবে।
অকবিতা: একচোখা পশ্চিম
বিলিয়ার রহমান রিয়াজ
পটুয়াখালী
০৯/০৩/২০২২ ইং
এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৪২