ব্লগ বাড়ি
এসো চলে ও হে নাচনে বুড়ি
নৃত্য করি।
সামহোয়ারইন ….ব্লগ ইদানিং খুব একটা কাঁপছে না। আড্ডা তর্ক, কুতর্ক তেমন জমছে না বেশ কিছুদিন। হয়তো ব্লগের নাচনেওয়ালার ঝিমুচ্ছেন কিংবা ঘুমোচ্ছেন। সামুর একজন আধো নব্য আধো পুরান নাচিয়ে হিসেবে আজ আমিই তাই ঢোল নিয়ে নামলাম । পিটিয়ে দেখি কজনের ঘুম ভাঙে আইমিন আওয়াজ দেন!
তো ঢোল থেকে প্রথমেই বের করছি একটা জোক, এটা মেয়াবাইদের জন্য__
“শুনুন মেয়াবাই, আপনাকে যদি একজন মহিলা ভালোবাসে তবে সে হলো কিন্তুক আপনার মা
আর আপনাকে যদি ভালোবাসে তিনজন তবে তারা অবশ্যই আপনার মেয়ে, কিন্তু আপনাকে যদি ভালোবাসে ১০০ জন তবে আপনি হলেন পুরুষ আর হাজার জন ভালোবাসলে আপনি হলেন স্টার! লক্ষ জনে বাসলে আপনি মেগাস্টার। তবে আপনাকে যদি ভালোবাসে সকল মহিলা তবে আপনি কেবল নিছক এক টুকরো স্বর্ণ।”
আমি আবার সাম্যে বিশ্বাসী তাই আপুনিদেরো বাদ দেই কিভাবে। এবারেরটা তাই আপুনিদের জন্য__
“তো আপুনিরা,আপনাকে যদি একজন পুরুষ ভালোবাসে তবে সে হলো আপনার স্বামী,
আপনাকে যদি ভালোবাসে তিনজন তবে তারা আপনার পুত্র! কিন্তু আপনাকে যদি ভালোবাসে ১০০ জন তবে আপনি অবশ্যই রূপবতী আর হাজার জন ভালোবাসলে আপনি হলেন স্টার!! লক্ষ জনে বাসলে আপনি মেগাস্টার। আর আপনাকে যদি ভালোবাসে সকল পুরুষ তবে আপনি টাকা ছাড়া অন্য কিছুই নন।”
যারা চাঁদগাজী মেয়াবাইর মতো গুরু গম্ভীর তারা জোকস ফোকসে তেমন আগ্রহী নন। তো তাদের জন্য একটা পাজল__
ধরুন দশজনের একটা দুর্ধর্ষ ঢাকাত দল রয়েছে। যারা প্রত্যেকে সমান লোভি, বুদ্ধিমান, শক্তিশালী, যুক্তিবাদী এবং নিষ্ঠুর। তবে তাদের মধ্যে এক থেকে দশ পর্যন্ত র্যাংকিং রয়েছে। এক হলেন চিপ কমান্ডার। লুটের পন্য ভাগের সময় চিফ কমান্ডার প্রথম প্রস্তাব রাখবেন, উনি যদি ৫০% সমর্থন পান তবে সবাইকে ওনার প্রস্তাব মেনে নিতে হবে ৫০% সমর্থন না পেলে ওনাকে গুলি করে মেরে ফেলা হবে । উনি মরে গেলে দুই হবে চিফ কমান্ডার তার জন্যও নিয়মটা একই থাকবে। এভাবে তিন চার… ক্ষেত্রেও নিয়মটা একই। এখন আপনি যদি চিফ কমান্ডার হন এবং আপনার দল যদি ১০০ টা স্বর্ণ মুদ্রা লুট করে তবে আপনি স্বর্ণগুলো এমন ভাবে ভাগ করে দেখান যাতে আপনি ৫০ ভাগ সমর্থন এবং সর্বোচ্চ স্বর্ন মুদ্রা দুটোই পাচ্ছেন।
পাজল শেষ হলো। এবার আসুন গল্প বলা যাক। এখনকার পাঠকরা বড় গল্প খুব একটা পছন্দ করেননা। তারা বিন্দুর মধ্যে সিন্ধু চান। সো আমি বিন্দুর মধ্যেই সিন্ধু দিলাম বাকিটা আপনারা কল্পনা করে নেন এবং হাসুন।
প্রথম গল্পটা তিন শব্দের এবং এটি একটি বাংলাদেশী গল্প
তো গল্প শুরু
“ হুসেইন মুহম্মদ ইরশাদ”
গল্প শেষ।।
এবারেরটা আমেরিকান এবং মাত্র একশব্দের—
“ট্রাম্প!!”
গল্পতো হলো এবার কবিতা চেখে দেখা যাখ। নইলে কবিরা আবার ধর্মঘট ফট করে ফেলতে পারেন। সো এবার কবিতা__
কবিতার মূল্য
এখন
দুই
পয়সার
চেয়েও কম।
এতক্ষণ আপনারা একটা আধুনিক কবিতা পড়লেন।
অনেক হলো এবার দায়স্বীকারের পালা: পোস্টের শিরোনাম ও ছড়াটা প্রথম আলোর একটা পোস্টের অনুপ্রেরণায় লেখা। ছবিটা নিয়েছি গুগল থেকে, পাজলটা বলেছিলেন এক বড় ভাই! আর এই পোস্ট নিছক কালীদাস ভাইয়ার একটা মন্তব্যের কারনে করা।
অনেক ঢোল বাজালাম। এবার দেখি কোন কোন সামু বুড়ি নেচে ওঠেন!!
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০