শ্রদ্ধাস্পদাসু জানাপি,
এটি একটা খোলা চিঠি! প্রাচীন প্যাপিরাসীয় উন্মেষিকতা এতে নেই! রাজকীয় চিঠির মতো এটি দামি কাপড়ে মোড়ানো নয়। আর এর বাহকও কোন রাজদূত নন। এমনকি হাল আমলের কাগুজে চিঠির মতোও এটার ভাঁজ খুলে আপনি কোন সুগন্ধ সুরভী পাবেন না!
এটা নিছকই একটা সাধারন চিঠি। এতে না আছে বত্রিশ কোটি গোলাপের শুভেচ্ছা, না আছে এক আকাশ পদ্মের পরশ। এমন কি এই চিঠিটায় কারুকার্য খচিত কোন বর্ডারও নেই!! মহান কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়ে, আমাদের মন যেমন পুলকিত হয়, এ চিঠিটা পেয়ে আপনার সে অনুভূতিও হবে না!!
তবে কীবোর্ডের বোতাম টিপে টিপে লেখা, এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে একজন উঠতি লেখকের, কৃতজ্ঞ আত্মার বিশুদ্ধ ভালোবাসা। এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে, অভিযোগ জানিয়ে প্রতিকার না পাওয়ার সংস্কৃতিতে বেড়ে ওঠা, একটা তরুনের প্রতিকার পাওয়ার আনন্দ।এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে, পুড়ে যাওয়া আত্মার ক্ষত সারানো কারিগরের প্রতি অকৃতিম ঋণ স্বীকার।এই পত্রটার পরতে পরতে লুকিয়ে আছে প্রাপ্তির আনন্দে নেচে ওঠা চিত্তের উচ্ছল নৃত্য।
সুপ্রিয় জানাপি, অলেখক হয়েও লেখকদের মতো এই পত্রটায় আপনাকে আমি রজনী,জামেলী, চামেলী কিংবা ডেইজির শুভেচ্ছা জানানোর চেষ্টা করতেই পারতুম। তবে আমি জানি ওরকম ইমাজেনেটিভ বস্তুর শুভেচ্ছা জানালে আমার কৃতজ্ঞতার অর্ঘ্যটাও ইমাজেনেটিভ হয়ে যাবে। তার থেকে আপনাকে আমি জানাচ্ছি রোদে পোড়া শ্রমিকের বিশুদ্ধ ঘামের শুভেচ্ছা, মায়ের হাসির মতো অকৃত্রিম ভালোবাসার শুভেচ্ছা। আপনাকে জানাচ্ছি বিশুদ্ধ বায়ু আর চিকচিকে মিঠে রোদের শুভেচ্ছা।
যে পরম আগ্রহ নিয়ে আপনি আমাদের সমস্যাটা মিটিয়ে দিলেন, যে পরম আন্তরিকতা নিয়ে আপনি আমাদের লেখালেলেখির প্লাটফর্মটাকে আরো মজবুত করলেন এবং এর জন্য যে ত্যাগ এবং ক্ষতি আপনি স্বীকার করলেন আমরা তা দীর্ঘ দিন মনে রাখবো। হয়তো মনে রাখবো চিরদিন!
আপনার একটা মেইল অ্যাড্রেস আমার কাছে আছে! আমি ওটাতেই আপনাকে চিঠিটা দিতে পারতুম। তবে আমাকে/ আমাদেরকে লেখালেখি করার জন্য যে প্লাটফর্মটা আপনি দিয়েছেন আমি সেটিই ব্যবহার করলাম।আর এভাবে করতে পেরেই আমি গর্বিত।
আপনার সুস্থতা ও কল্যাণ কামনা করে এখানেই রাখছি!
ইতি,
আপনারই একজন উঠতি সামুরিয়ান
বিলিয়ার রহমান
১৩ই নভেম্বর, ২০১৭
ঢাকা
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২