মদ খাওয়ার জন্য রন্টে যেদিন বাসার ডিপ ফ্রিজটা বিক্রি করে দিয়েছেলো ওর বউ সেদিনো নিরব ছিলো কেবল ওকে জোচ্চোর বলা ছাড়া।
জোচ্চোরের মতো একটা কমন উপাধি পেয়ে রন্টে তেমন গায়ে মাখায়নি ব্যপারটা। বরং রাতভর মদ গিলতে গিলতে সাত রাতের মাথায়ই সমস্ত টাকা উড়িয়ে দিলো ও।
মদের টাকা যোগান দিতে ফের যখন ওর বউয়ের গহনাগুলো বিক্রি করতে হয়েছিলো তখনো ওর বউ নিরব ছিলো কেবল ওকে শুয়োর বলা ছাড়া।
রন্টে ঐ দিনো মন খারাপ করেনি কারন শুয়োর পুশে অনেকের ধনী হওয়ার তথ্যটা ওর জানাই ছিলো। এবার উল্টো রাতদিন টানা মদ গিলে তিন দিনেই সব টাকা উড়িয়ে দিলো ।
পরের বার টাকা যোগাতে যখন বাসার আলমিরা, সোফা, ওয়ারড্রোব, শোকেজ সব কিছুই একত্রে বেঁচে দিয়ে টানা এগারোদিন বন্ধুদের সাথে রঙশালায় কাটিয়েছিলো, সেবারো ওর বউ মুখটি পর্যন্ত খোলেনি কেবল কুকুর বলা ছাড়া।
কুকুরের বিশ্বস্ততা ও প্রভুভক্তির কথা রন্টের অজানা ছিলোনা তাই এবারো বউয়ের কথায় আহত হওয়ার প্রশ্নটা অবান্তরই ঠেকলো ওর কাছে ।
টাকায় ভীষণ আকাল পড়লে শেষবার ও যখন স্বয়ং বউটাকেই ব্রোথেল পাড়ায় বেঁচতে নিয়ে গিয়েছিলো সেবার আর ওর বউ চুপ করে থাকেনি! বেশ উত্তেজিত কন্ঠেই বার্মিজ আর্মি বলে ৭ বার গালি দিয়ে দিয়েছিলো রন্টেকে।
বার্মিজ আর্মিদের বন্যতার কথা ওর ভালোভাবেই জানাছিলো। তাই উত্তেজিত রন্টে বউকে ব্রোথেলে না নিয়ে বরং বাড়িতেই নিয়ে গেলো! ভাবছেন বেধে পেটাবে বলে?? আরে নাহ ভালো হয়ে যাবে বলে।
রন্টে মাতাল হতে পারে, জোচ্চোর হতে পারে, হতে পারে শুয়োর কিংবা কুকুর কিন্তু ঘৃণিত বার্মিজ আর্মি?? কোন মতেই তা হতে পারেনা !!
এমনকি এর জন্য যদি মদ ছেড়ে দিতে হয় তবুও না!
উৎসর্গ: সুপ্রিয় গল্পাকার আরিয়ান রিয়াদকে। যার অনু গল্প না পড়লে আমার অনুগল্প লেখার ইচ্ছেই হয়তো জাগতো না কোন দিন!
বিলিয়ার রহমান
২৫ অক্টোবর
২০১৭ ইং
ঢাকা
দয়া করে কপি করবেন না!!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৪