এসোনা আজকের এই পাহাড়ি কান্না দেখে
রোমেরোয়াইনের চুমকে ডুবে থাকি কিছুক্ষণ উদয়াস্ত রেখে।
আমর বিন্সিত ওম্নিয়া কথাটিই যখন গিয়েছে মিথ্যে হয়ে
উপায় কি তখন আছে বলো রোমেরোয়াইনে চুমুক না দিয়ে।
আজকের আকাশ শোষণের মেঘে পড়েছে যখন ঢাকা
আশার সলতে কি আর তখনো জ্বালিয়ে যাবে রাখা??
সুখ-স্মৃতি আর মাটির মায়া তাইতো আজ অরফিয়াসের ডাকে
জলন্ত আরাকানে কাঁদছে এখন ইউরিডিসের শোকে।
থাকতো যদি আমার একচিলতে রোদের হাসি, স্নেহের পরশ
থাকতো যদি দুমোঠো সুখ আর ঘাসের ছোঁয়া।
তবে ঐ পাহাড়ি কান্নার মাঝে, সেই টুকুনই ছড়িয়ে দিয়ে,
আমি নিভিয়ে দিতেম আরকানের নিষ্ঠুরতার ধোঁয়া।
বিশ্ব বিবেক আর সয়ং ইন্দ্র, নিশ্চুপ যখন ধৃতরাষ্ট্রের মতো
তখন দিব্যাস্ত্রহীন অর্জুন হয়ে, কিভাবে সারাবে বলো, আরকানের ক্ষত??
তাইতো বলছি আরাকানের ওই কৌরব সেনার বুলেটের কাছে
রোমেরোয়াইনে মাতাল হওয়া ছাড়া,তোমার আমার কিই বা করার আছে????
টীকা
রোমেরোয়াইন: বিশ্বের প্রাচীনতম সরাব।
আমর বিন্সিত ওম্নিয়া: একটা ল্যাটিন ফ্রেজ মিনিং লাভ কনকোয়ারস অল ।
ইউরিডিসের শোক: গ্রীক সংঙ্গিতের গড অরফিয়াসের স্ত্রী ইউরিডিস। সাপে কামড়ালে তিনি মারা যান। তখন অরফিয়াস এমন শোক সংঙ্গীত করেন যে সমস্ত প্রাণী এবং গডরাও কাঁদতে থাকেন!
ধৃতরাষ্ট্র: মহাভারতের ধর্মযুদ্ধে জেনে শুনেও যিনি অধর্মের পক্ষে ছিলেন।
দিব্যাস্ত্র: মহাভারতের শ্রেষ্ঠ বীর অর্জুনের ইন্দ্রের কাছ থেকে প্রাপ্ত বিশেষ অস্ত্র।
কৌরব সেনা: মহাভারতের ধর্মযুদ্ধে অধর্মের পক্ষের সেনা।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬