তার অন্তঃসত্বার কোনো দাবীদার নেই
অবাধ্য পৃথিবীর মুখোশ উন্মোচনে
তার কোনো তাড়া নেই,
উলঙ্গ সভ্যতার সত্য প্রকাশে তার পিছুটান নেই কোনো,
সৃষ্টি ও ধ্বংসের জন্য
জবাবদীহির তার কোনো প্রয়োজন নেই,
মৃত্যুর পূর্ব পর্যন্ত সুন্দরসম্ভবা হতে চাওয়া
তার কোনো অপরাধ ছিল না।
কবির হাজারতম জন্মদিনে তোমাদের কাছে
বিশদ সংজ্ঞায়িত হবে বলে
নিজের ভিতর প্রবল প্রেমকাল ধারন করে বলেছিল
”ভালবাসি”,
যে নিয়মে ফুল ফোটে অবিরত
অমৃত ও জলের অন্তর্গত নিঃশ্বাসে।
সেদিনই কবিতার বেশ্যালয়ে সুন্দর লুট হয়েছিল
দস্যু হয়ে যাওয়া কবির সবকটা পুরুষ আঙুল
একটি পুরুষরাতের তারা হয়ে ইতিহাস লিখেছিল--
নাম তার ” অনামিকার সূর্যযাত্রা”।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৮