আজ কোন ধূসর চিহ্ণ নেই
দু'চোখে কোন আঁধার নেই
কোন নিঃস্বতা নেই
কোন নিঃসঙ্গতা নেই
শূন্যতা নেই কোন,
আজ সব অন্তরঙ্গতার শব্দ ধ্বনি স্বর
আজ হৃদয়ে সুখ খুঁজে দুঃখ ভোলার অসীম।
আজ নশ্বর যামিনী অনালোকের ছায়াময় মায়া
মর্ত্যলোকের জ্যোৎস্নাজল অতিমাত্রায় শারীরিক
অভিমান ভেঙে হৃৎপিন্ড আজ মিথুন মূর্তি!
আজ যেন....
স্পর্শ অনিবার্য হয়ে উঠেছে আলিঙ্গনে
সুখ বড্ড তীব্র নিবিড় বন্ধনে
লজ্জ্বা খুব বেশি রক্তিম হয়েছে শিহরণে।
আজ অন্তরালে, সঙ্গোপনে সবকিছু প্রিয়ময়
আজ সবকিছু মুগ্ধতায়, মগ্নতায় বিহ্বল
আজ সবকিছু বড় বেশি
স্পর্শকাতর
হৃদয়গ্রাহী
কবিত্ত্বময়।
.
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৮