কবিতা আর পেঁয়াজ!! কার প্রভাব বেশি মানুষের জীবনে!! মানুষের জীবনে পেঁয়াজের প্রভাব বেশি না কবিতার?
গত কয়েকদিন আমাদের দেশের হাল-হকিকত আর মানুষের জীবনের চালচিত্র অবলোকন করলে এই প্রশ্নের উত্তর অনেকটা পাওয়া যাবে। যে উত্তরটা আমরা পাবো সেটাতে কি আমরা খুশি হতে পারবো? তবে হ্যাঁ পেঁয়াজ কিন্তু কবিতায়ও প্রভাব বিস্তার করেছে, অনেকেই পেঁয়াজ নিয়ে কবিতা লিখেছেন, নিচে চোখ বুলালেই দেখা যাবে। ১৭ কোটি মানুষ পেঁয়াজের প্রভাবে উত্তাল আর উদ্বেগায়িত হলো বটে, কবিতা সেখানে কতটুকু?
তবে একটা কথা বলতে পারি, মানুষ পেঁয়াজ নিয়ে মন্দ ব্যবসা করে মন্দ হকে পারে, কিন্ত কবিতায় মন্দ হওয়ার কোন সুযোগ নেই।
আসুন সেরা-২০ দেখিঃ
অনন্ত আরফাত, জুনায়েদ বি রাহমান, জিএম হারুন -অর -রশিদ, সোনালী ডানার চিল, আরো অনেকে একের অধিক অসাধারণসব কবিতা পোস্ট করেছেন, তাদের কবিতার কোনটা রেখে কোনটাকে সেরা বলবো! নিতে হয় তাই নিলাম। সাথে আছেন স্বর্ণবন্ধন, সাইনবোর্ড, সেলিম আনোয়ার, কিরমানী লিটন, শ্রাবণ আহমেদ, স্বপ্নবাজ সৌরভ যারা কবিতার স্রোত বইয়ে দিচ্ছেন ব্লগে, সবাইকে স্যালুট!!
০১.স্বপ্নবাজ সৌরভ - ধোঁয়ায় নিমজ্জিত মহাপৃথিবী অক্সিজেন হারায় প্রতিনিয়ত।
০২. ফয়াদ খান - অবিচল
০৩. অনন্ত আরফাত - কবিদের ভালোবাসাবাসি
০৪. সোনালী ডানার চিল - মায়েস্ত্রোর কলম
০৫. সেলিম আনোয়ার - অভিনন্দন তোমাদের বাংলার টাইগার ও নর কঙ্কাল
০৬. শিখা রহমান - অহল্যা
০৭. ৪৫ - জ্যামিতিক
০৮. স্বর্ণবন্ধন - আকাশগংগা
০৯. ল - অহর-প্রহর
১০. কসমিক রোহান - আত্মঘাতী কাব্য
১১. জুনায়েদ বি রাহমান - ফিরে এসো, হে নক্ষত্র!
১২. মিটন আলম - অস্তিত্ব
১৩. জিএম হারুন -অর -রশিদ - সংবিধান সংশোধন
১৪. হিমুরাজ রিয়াজ - জীবনপ্রলাপ
১৫. শাহিদা খানম তানিয়া - একটি সশস্ত্র আন্দোলনের ডাক
১৬. সাইন বোর্ড - সোজা চোখ বাঁকা চোখ
১৭. সানাউল্লাহ সাগর - দীর্ঘ কবিতা।। পথরেখা ।।
১৮. সম্রাট ইজ বেস্ট - শৃঙ্খলিত সময়
১৯. ফারিয়া রিসতা - তরুলোকের গল্প!
২০. সুলতানা শিরীন সাজি - বায়োস্কোপ জীবন
আরো অনেক ভাল কবিতা আছে যেগুলো এই তালিকায় দেওয়া যায়, আপনার কেউ সাজেস্ট করলে আমার উপকার হবে।
আগেই বলেছি ব্লগে অনেকেই কবিতার স্রোত বইয়ে দিচ্ছেন, কষ্টকরে যারা ০৫টির বেশি কবিতা পোস্ট করেছেন তাদের কবিতাগুলো আগে পড়ি আসুনঃ
সাইন বোর্ড - ১৪টিঃ
সাইন বোর্ড - লাল-নীল
সাইন বোর্ড - দাম
সাইন বোর্ড - ভাইরাল
সাইন বোর্ড - এখনো
সাইন বোর্ড - মন খারাপের দিনে
সাইন বোর্ড - তবু মোরা বোকা'ই রবো...
সাইন বোর্ড - হজম
সাইন বোর্ড - আমার ইয়ে সব পারে
সাইন বোর্ড - প্রবাদ-প্রতীম
সাইন বোর্ড - আজ
সাইন বোর্ড - আমিও একদিন হিমু হতে চেয়েছিলাম
সাইন বোর্ড - মুক্তিযোদ্ধা
সাইন বোর্ড - ঝরা-পাতার আগে
সাইন বোর্ড - সোজা চোখ বাঁকা চোখ
ইসিয়াক-১৪টিঃ
ইসিয়াক - ভুল ঠিকানা
ইসিয়াক - তৃষ্ণা
ইসিয়াক - এক স্লাইস ভালোবাসা
ইসিয়াক - টুকটাক কাব্য
ইসিয়াক - প্রেমের অকবিতা
ইসিয়াক - তুমি মনে রাখোনি
ইসিয়াক - প্রিয়তমা ও ভালোবাসায় অন্যরকম সম্ভাষণ
ইসিয়াক - মিথ্যা ও সত্য
ইসিয়াক - মানুষ
ইসিয়াক - ভাবুক
ইসিয়াক - প্রভু তোমার দরবারে
ইসিয়াক - ঝরা শিউলি
ইসিয়াক - খুকু
ইসিয়াক - The color of life
সেলিম আনোয়ার-১১টিঃ
সেলিম আনোয়ার - প্রিয়তমা, মনে চিরন্তন প্রেম আনো
সেলিম আনোয়ার - পদ্মরাগ
সেলিম আনোয়ার - তাইতো কবিতা হয়
সেলিম আনোয়ার - দূর্ঘটনা
সেলিম আনোয়ার - সুপ্রিয় নদী
সেলিম আনোয়ার - অভিনন্দন তোমাদের বাংলার টাইগার ও নর কঙ্কাল
সেলিম আনোয়ার - এইদিন আনন্দময় হোক
সেলিম আনোয়ার - দূর্ঘটনা নয় ও পেঁয়াজের কাসুন্দি
সেলিম আনোয়ার - শুভ অপরাহ্ন!
সেলিম আনোয়ার - পূর্ণিমার ঐ চাঁদ
সেলিম আনোয়ার - সুন্দরবন —বুলবুল আর তুমি— আমি
কিরমানী লিটন-১২টিঃ
কিরমানী লিটন - এই সাকিন- এই নিবাস.....
কিরমানী লিটন - আমাদের গ্রাম.....
কিরমানী লিটন - গরীব বাদশা....
কিরমানী লিটন - লাশ এসেছে- খোকার.....
কিরমানী লিটন - স্বপ্নের সতীদাহ ....
কিরমানী লিটন - একক দাবী ছাড়ো....
কিরমানী লিটন - রেল আর তেলের গল্প.....
কিরমানী লিটন - ছাত্রলীগের ভিসি....
কিরমানী লিটন - খাদক.....
কিরমানী লিটন - ভোগ আর উপভোগের গল্প .....
কিরমানী লিটন - কাপড় দেবো- খুলে.....
কিরমানী লিটন - নয়- ছয়....
অনন্ত আরফাত-০৮টিঃ
অনন্ত আরফাত - অনুসূচনা
অনন্ত আরফাত - নীরু এবং আমার গল্প
অনন্ত আরফাত - মায়া
অনন্ত আরফাত - কবিদের ভালোবাসাবাসি করতে নেই
অনন্ত আরফাত - রেড লেভেল
অনন্ত আরফাত - বেদনাময় বৃহস্পতিবার
অনন্ত আরফাত - হলুদ হলুদ কার্তিকের সকাল
অনন্ত আরফাত - বিকেলের মতো
জিএম হারুন -অর -রশিদ-০৬টিঃ
জিএম হারুন -অর -রশিদ - একটি পুরোনো ভালোবাসার গল্প
জিএম হারুন -অর -রশিদ - উনিশের দু’টি বিষন্ন বুক
জিএম হারুন -অর -রশিদ - ‘অন্ধ সূর্য’ নিয়ে মনেলীনেকে চিঠি
জিএম হারুন -অর -রশিদ - সংবিধান সংশোধন
জিএম হারুন -অর -রশিদ - আমাকেই ফেলে এসেছি
জিএম হারুন -অর -রশিদ - এই শহরে আমার আকাশ
সাইয়িদ রফিকুল হক-০৬টিঃ
সাইয়িদ রফিকুল হক - সুখপাখিটা
সাইয়িদ রফিকুল হক - তবুও বসে আছি
সাইয়িদ রফিকুল হক - গুলবাগিচার সেরা ফুল
সাইয়িদ রফিকুল হক - একটুকরো সন্ধ্যা
সাইয়িদ রফিকুল হক - আজবদেশের আজবখেলা
সাইয়িদ রফিকুল হক - পেঁয়াজ-সমাচার
স্বর্ণবন্ধন-০৫টিঃ
স্বর্ণবন্ধন - জন্মান্তরের লিপিকা
স্বর্ণবন্ধন - আকাশগংগা
স্বর্ণবন্ধন - বোধিবৃক্ষ
স্বর্ণবন্ধন - ধোঁয়াশার শহরে
স্বর্ণবন্ধন - স্বপ্ন রেখেছি বুকপকেটে
ডুবে যাই শত কবিতার সমারোহে!!
প্রেমাংসিতঃ
মেরুদণ্ড হীন - তুমি ময়
অংকুর জেসফি - চুল
প্রিন্স ঠাকুর - কখন বলবে কেমন আছ
প্রিন্স ঠাকুর - কে তুমি? অপরূপা!!!
স্বপ্নবাজ সৌরভ - ধোঁয়ায় নিমজ্জিত মহাপৃথিবী অক্সিজেন হারায় প্রতিনিয়ত।
জাহিদ হাসান - কবিতা: অসমাপ্ত ভালোবাসা
অজানা তীর্থ - অঞ্জলি
নুরুল মিলন - ভিন সময়
শখের চাওয়ালা - শেষ কবে
জায়েদ হোসাইন লাকী - খুব কাছে থেকেও, তুমি দীর্ঘশ্বাস
Nahid2019 - ঝড়
মিটন আলম - প্রতিবেশিনীর প্রতি
মিটন আলম - স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত
শিখা রহমান - অহল্যা
শিখা রহমান - আয় ঝগড়া করি!!
৪৫ - জ্যামিতিক
ল - অহর-প্রহর
শরতের ছবি - তুমি জানতেও পারবে না
মেঘলামানুষ - ভাল্লাগেনা
কথাকথিকেথিকথন - নিস্তব্ধ হাতে স্পর্শ খুঁজো কার?
Subdeb ghosh - কোন এক অচেনা মেয়ে
না মানুষী জমিন - তোমার পদরেখা
আ. শিপন - অসাধারণ একটি গান
আরমান আরজু - অজেয়
সানাউল্লাহ সাগর - দীর্ঘ কবিতা।। পথরেখা ।।
Nahid2019 - ঝড়
সম্রাট ইজ বেস্ট - শৃঙ্খলিত সময়
এফ.কে আশিক - যে নামে হৃদয় পুড়ে
সুলতানা শিরীন সাজি - বায়োস্কোপ জীবন
শ্রাবণ আহমেদ - অণুকবিতা
সোনালী ডানার চিল - প্রগলভ (ড্রাফট কবিতা-২)
জীবন ও জগৎঃ
সুমাইয়া মুনিরা - বিধাতার বিধান
মি. বিকেল - না বলতে শেখো
অসংজ্ঞায়িত নিঝুম - অামাদের ছোট জীবন (প্যারোডি)
আবুল হাসনাত বাঁধন - উইপোকা কথন
সিদ্ধার্থ ভট্টাচার্য্য - অভিলাষ
খায়রুল আহসান - বিবেকের ধ্বনি
অব্যক্ত কাব্য - দেবী ও অনুভূতি
ফয়াদ খান - অবিচল
শ্রাবণ আহমেদ - পুঁথি-আষাঢ়ে গল্প
শ্রাবণ আহমেদ - আমি সর্বজ্ঞানী নই
অজানা তীর্থ - তাঁহারে
সেলিনা জাহান প্রিয়া - ।। আমার কবিতা ।।
সোনালী ডানার চিল - মায়েস্ত্রোর কলম
সোনালী ডানার চিল - ড্রাফট কবিতা-১
মিটন আলম - পরম্পরা
মিটন আলম - অস্তিত্ব
ডাঃ আকন্দ - উগ্রবাদীরা মুনাফিক
নয়ন বিন বাহার - পৃথিবী এবং মানুষ
পাজী-পোলা - তোমদের ঐসব গালগপ্পে আমার খুব হাসি পায়
কসমিক রোহান - আত্মঘাতী কাব্য
Subdeb ghosh - ভবঘুরে জীবন
জুনায়েদ বি রাহমান - 'এইঘুম যদি আর না ভাঙ্গে!' এবং.....
জুনায়েদ বি রাহমান - 'ইলশেগুঁড়ি সুর' এবং 'সাধু'
জুনায়েদ বি রাহমান - ফিরে এসো, হে নক্ষত্র!
জুনায়েদ বি রাহমান - দর্শন
ম.মাসুম - আয়েশা মা- আমাদের ক্ষমা করো না ।
সানাউল্লাহ সাগর - চোখের ডিগবাজি
ধোঁয়াশা - অহেতুকডায়েরি ০২
হিমুরাজ রিয়াজ - জীবনপ্রলাপ
রেদোয়ান মাসুদ - সত্য বলে কাঁদাও
অজানা তীর্থ - খুঁজে পাবেনা
ব্লগ মাস্টার - অবসর কবি
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড - ...... বন্ধু এখনো যেমন......
রহীম সর্ওয়ার - টাকা’র নাম অর্থ বলে
সায়েমার ব্লগ - মনোলগ : জাহাঙ্গীরনগরে প্রথম রাত
শিখা রহমান - সেই ব্যাপারটা!!
আফরিন নাজিয়া - জীবনটা সুন্দর,সত্যিই সুন্দর...
মুবিন খান - অভিমান
হোসেন মৌলুদ তেজো - অকুন্ঠের অজেয় পুরুষ অথবা বাঁশরীয়া রাখাল
হোসেন মৌলুদ তেজো - অসমাপ্ত শেষ কথা
কালো যাদুকর - একজন ডাগড় চোখের তরুনী
অয়ন আহমেদ - তুমি নাকি সে
এম এ কাশেম - রহস্যময়ী
প্রফেসর সাহেব - কবিতাঃ আমি হয়তো মানুষ নই
কথাকথিকেথিকথন - পরাণের পুনঃউপাখ্যান।
যাযাবর জোনাকি - দৈব অবিচার, ঠকালি দাস কোহেন।
স্বপ্নবাজ সৌরভ - বাক্যে আবদ্ধ একটা স্বপ্ন....
ডঃ এম এ আলী -চোখ বুঁজে সুখ দু:খ চিন্তা
ফারিয়া রিসতা - তরুলোকের গল্প!
আলোকিত অন্ধকার - দোকান
তন্দ্রাকুমারী - দাম্ভিক অস্বীকৃতি
প্রকৃতিঃ
নুরুল মিলন - আমার ছোট্ট গাঁয়ে
নাসিম আহমদ লস্কর - হারিয়ে যাবো
না মানুষী জমিন - নামটি তাহার নদী
না মানুষী জমিন - ইচ্ছে ডানার পাখি
এফ.কে আশিক - মনোহর গ্রাম
তানভীর আহমেদ শৈশব - হাওয়া বদল ?
স্বপ্নবাজ সৌরভ - আজ আমি কোথাও যাবো না
শ্রাবণ আহমেদ - শীত এসেছে
নীল নীর্জন - শীতের চাঁদর
আমার আমিঃ
নুরুল মিলন - অপপদ্য-৩
ইমরান আল হাদী - হারিকিরি
মাহমুদুর রহমান - আমি একজন ব্লগার
স্বপ্নবাজ সৌরভ - শ্রান্ত নিথর দেহে প্রশান্তির আখ্যান
রাজিব হোসেন পানি - জোনাকি
কৃষ্ণ কমল দাস - আমি- ১
কাজী ফাতেমা ছবি - এমন যদি হতো আহা!
স্বদেশ ও রাজনীতিঃ
অনুভব সাহা - মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নীল আকাশ - কবিতাঃ তোমার দাম কত হে বাহে?
হাবিব স্যার - কোল্ড ওয়ার
হাবিব স্যার - তোমাকে ছুঁবার আশায়
শাহিদা খানম তানিয়া - একটি সশস্ত্র আন্দোলনের ডাক
হিমুরাজ রিয়াজ - খন্ডকালীন চিত্র!!
মেরুদণ্ড হীন - শহর নামা ০১
আব্দুল হালিম মিয়া - স্বৈরাচার
গেছো দাদা - একটি মিঞা কবিতা ।। (আসামের এনআরসি বিরোধী কবিতা)
এ আর হৃদয় - কবিতা শ্রদ্ধাভাজনাসু
রাজজাকুর - মসজিদ ভেঙ্গে মন্দির!
ময়না বঙ্গাল - বিবেকইজম: একুশ শতকের রাষ্ট্রদর্শন
HannanMag - আমাদের নেতা
আধ্যাতিকতাঃ
মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী কিরণ - রহমাতুল্লিল আলামীন (II) (কবিতা)।
ফয়াদ খান - "দেহ পিঞ্জর "
ফয়াদ খান - মুনাজাত
মাহমুদুর রহমান - হাড়ার ব্যাক্তে জিগায় রে
ছড়াঃ
এম এ কাশেম - পেঁয়াজ-কাণ্ড
রুদ্র আতিক - মানুষ মানে
মুক্তাদীর রহমান - আজও তাই তোমারি আছি
হাবিব স্যার - ফুঁ-এর কেরামতি
বিএম বরকতউল্লাহ - আজব রত্ন
বিএম বরকতউল্লাহ - টানাগাড়ি
বিএম বরকতউল্লাহ - রূপ গুণ
বিএম বরকতউল্লাহ - কল্পনা
মাকার মাহিতা - মা'কে স্মরি...
নূর মোহাম্মদ নূরু -ফিরো এসো গাঁজীসাব
নতুন নকিব - মন ছুটে যায়
নূর মোহাম্মদ নূরু - আসবে ফিরে গাজী (ছড়া)
নীল নীর্জন - কি বলবো ভাই ?
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর - পরান বাবুর পেঁয়াজ
ইংরেজিঃ
ঠাকুরমাহমুদ - color of life, color of justice
ইসিয়াক - The color of life
কবি কথাঃ
ঋতো আহমেদ -আইলিয়া কামিনস্কি
পরিশেষঃ
ব্যস্ততা ও নানা সমস্যার কারণে এবারও এই সংকলন পোস্ট দিতে দেরি হয়ে গেল। আশাকরি সবাই সহজভাবে বিষয়টিকে গ্রহণ করবেন এবং আমার সাথে থাকবেন। সকল ব্লগবন্ধুর জন্য শুভকামনা রইল। ভাল থাকুন সবাই।
...........
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০০