ফাগুনরৌদ্রে বসন্ত বিমুগ্ধ হয়ে উঠলে
আমরা বলতে পারি রক্তকল্লোল।
হিমার্ত প্রহরের অবসন্নতার সুযোগে
বিরাণভূমির অাবরণধূলি কিভাবে
লাবণ্যময় হয়ে ওঠে!
ফাগুনগন্ধে কিভাবে অকৃত্রিম শব্দদল হয়ে ওঠে
স্নিগ্ধদৃপ্ত বাক্যজাল! কিভাবে
সৌন্দর্যের হোমসত্বা প্রজ্বলিত হয়
অলৌকিক, অদৃশ্য অবয়বে,
বিস্ময়কর!!
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২