মানুষগুলো যখন অস্তমিত হয় দিকচিহ্ণহীন ধূসরে
অভিমানের আর কি অবশেষ থাকে,
হৃদয়ের অন্তরঙ্গ সুখগুলো পূর্ণতার
অভিব্যক্তি হয়ে উঠতেই উঠতেই বিসর্জন!
অথবা,
মানুষ অজানার যাত্রী এক দহন রাত্রি ফেলে
মানুষ অকালের ভ্রম এক দিকশূন্য আঁধার মেলে।
মানুষগুলো যখন খুব জীবন্ত হয়ে ওঠে
মৃত্যু আর উপেক্ষায়
হৃদয়ের তখন আত্মবেদনায় নিমজ্জন!
কিংবা,
মানুষের সব অস্তিত্বের গন্তব্য স্বপ্নভঙ্গের আত্মক্ষরণ
মানুষের সবশেষ দীর্ঘশ্বাস ফুলেদের ইতিহাস।
কেননা.............
মানুষ ভালবাসার আঁচড়ে সুখ খোঁজে অবারিত সৌন্দর্যে, মানুষ অপেক্ষায় থাকে আগামীর, মানুষ হেঁটে চলে অসীমের পথে অবিচল, মানুষ কখনো বলতে পারে না তার ইতিহাস ফুলের মতো ক্ষণস্থায়ী নয়, তবে সে দোষ মানুষের নয়, হতে পারে মৃত্যু কিংবা ঈশ্বরের!!
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১