যাহাই বলি না কেন, কবিতার অস্তিত্ব হতে পারে
স্নায়ুবিক, হৃদয়স্পর্শী, অতলস্পর্শী।
এই যেমন..............
“কুয়াশারাত্রির গীতল হাওয়ায়
যুগল পায়ে হেঁটে হেঁটে
জ্যোৎস্নাতলে ভিজে ভিজে
দ্বৈত অবয়বে মূদ্রিত হই”
.................. কবিতার নিষ্পাপ সম্ভাষণ।
কবিতা হৃদয়ে থাকে না, রঙে থাকে না
যারা মানুষ, তারা কবিতা খুঁজে পায় না।
মানুষ আর কবির পার্থক্য কি??
মানুষ স্নায়ুর চাপে ভােগে, কবি ভােগে না।
মানুষের হৃদয় স্পর্শ পায়, কবির পায় না।
মানুষ আবেগতাড়িত হয়, কবি হয় না।
মানুষ শাস্তি পায় না, কবি পায়।
কবির হৃদয়ে আলো থাকে, মানুষের থাকে না।
আলোতেই কবিতা থাকে স্বয়ং, অমানুষে নয়।
কবিতা কখনো কখনো মেরুন হতে পারে, কিন্তু সবসময় সর্বেসর্বা!!
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২১