বুকের অন্তর্গত নিঃশ্বাসগুলোকে
যতবার অনুভব করতে যাই
ততবার শূন্যতার স্পর্শ পাই,
প্রগাঢ়, স্থির আর নিঃশব্দ।
খুব মনোযোগে কিংবা গাঢ় আলিঙ্গনে
অন্তরালের ঐ নিঃশব্দ শব্দবিন্দুতে
নিজেকে খুঁজতে গেলে
নিঃসীম শূন্যতায় ঘিরে ধরে,
স্তব্ধ, অটল আর দুষ্প্রাপ্য।
মানববোধের অতল গভীরে এইসব নিঃশব্দ শব্দগন্ধ
কিংবা অদৃশ্য শব্দময়তা
মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে............
প্রকৃতঃ শূন্যতার এই হৃদস্পন্দন জীবনের এক অনন্ত গহ্বর।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ দুপুর ১:০৫