বিশাল এক মাদ্রাসা ।
দেশ জুড়ে তাঁর নাম ।
অথচ সেখানে ভালো
করে কীভাবে কুলুখ
করতে হয় সেটা খুব
ভালো করে সেখানো
হয় কিন্তু কোরআনের
যে একটা প্রায়োগিক দিক
আছে সেটার ব্যাপারে
তারা উদাসীন ।
এ ধরনের মাদ্রাসা
থাকাও যা না
থাকাও তা ।
এরা শুধু নিজেদের
পেট চালানোর জন্য
কোরআন শেখে কিন্তু
ইসলামের জন্য শিখে না ।
ভন্ডামীর একটা সীমা
থাকে কিন্তু আমাদের
দেশের হুযুরদের ভন্ডামীর
কোনো সীমারেখা নাই ।
যারা বেশি হাদিয়া দিবে
তাদের জন্য তারা বেশি
বেশি দোয়া করবে ।
গত বছরের কথা
গিয়েছিলাম একটি মাদ্রাসা উদ্বোধনের
অনুষ্ঠানে ।
হঠাত্ মাইকে উচ্চশব্দে
ঘোষিত হলো-
এখন আপনাদের
সামনে মূল্যবান বক্তব্য
রাখবে অমুক মাওলানা ।
তার মূল্যবান
বক্তব্য শুনলাম ।
শোনার পর যা
বুঝলাম তার মর্মকথা
যা তা হল-
মাদ্রাসায় দান-খয়রাত
করার মধ্যেই ইসলাম
ও পাক্কা মুসলমানিত্ব
নিহত ।
এর ব্যতিক্রম হলে
সে নাফরমান হয়ে যাবে ।
এরপর যা শুনলাম ও
দেখলাম তা তে আমার আক্কেলগুড়ুম
অবস্থা ।
হুযুর কইলো-
মাদ্রাসার জন্য যার
যা সামর্থ্য
আছে তাই দেন ।
এরপর শুরু হলো
হুযুরের ভন্ডামীর পালা ।
যে ২০০ টাকা দেয়
হুযুর তার জন্য দোয়া
করে মাত্র কয়েক
সেকেন্ড তা-ও আবার
অতি নিচু শব্দে
বিপরীতে যে ৫০০
টাকা দেয় হুযুর তার
জন্য উচ্চশব্দে বেশি
বেশি সময় নিয়ে
দোয়া করে ।
হুযুরের এ কেবলামী
দেখে আমি দ্রুত স্থান
ত্যাগ করলাম ।
বন্ধুরা,
ইসলাম থেকে আজ
আমরা অনেক দূরে
সরে যাচ্ছি ।
ক্রমেই আমাদের
মধ্যে বিদআত সৃষ্টি হচ্ছে ।
ইয়াতীম-মিসকিনদের
থেকে আমরা হুযুরদের খাওয়ানোটাকে বেশি
গুরুত্ব দেই ।
আর এর উদ্ভাবক এ
সমাজেরই কিছু ভন্ড
মাওলানারা ।
মাওলানারা নিজেরা
দামী গাড়িতে চড়ে অথচ মাওলানার
প্রতিবেশী
রাতে খেতে পায়না ।
কি করছে এ মাওলানা
এ দেশ মানবতা আর
ইসলামেয় জন্য ?
প্রতিবছর মাদ্রাসা থেকে
বেরিয়ে আসা বিপুল
পরিমাণ ছাত্র
কি শিক্ষা নিয়ে বেরোচ্ছে
তা কি কখনো ভেবে
দেখেছেন ?
একটা ছাত্র কয়েক বছর
মাদ্রাসায় পড়লো,
বড় মাওলানাতে
পরিণত হলো ।
কিন্তু রাষ্ট্রনীতি,অর্থনীতি
সম্পর্কে সে অজ্ঞ ।
আরে বেটা কোরআন
কী তোকে শুধু একটা
শিক্ষা দিতে ও
নিতে বলে ?
ভুলে যাচ্ছেন কেন মিয়া
হযরত ওমরসহ চার
খলিফা এ কোরআন দিয়েই
তো অর্ধ পৃথিবী শাসন
করেছে ।
কিন্তু মাওলানা আপনি
কি দেশ পরিচালনার
শিক্ষা নিয়েছেন ?
তাহলে যে বড় বড় কথা
বলছেন একবার ভেবেছেন কীভাবে দেশে
ইসলাম প্রতিষ্ঠা করবেন ?
ভন্ডামী বাদ দেন ।
কোরআনের প্রায়োগিক
শিক্ষায় শিক্ষিত হন এবং
অপরকে শিক্ষা দিন ।
ভন্ড মাওলানা
নিপাত যাক ।।