জামায়াত-শিবির
এতো তাড়াতাড়ি হুট
করে নিষিদ্ধ
করা অসম্ভব ।
ব্যাপারটা পুরাটাই
চাঁদে হাতে পাওয়ার
মতো বেসম্ভব ব্যাপার ।
জামায়াত বিরোধীদের
এটা স্পষ্ট অবগত
হতে হবে যে,
জামায়াত এখন আর
কোনো ছোট্ট
চারাগাছ নয় ।
ছোট্ট চারাগাছটি আজ
পরিণত হয়ে একটি
বিশাল বটবৃক্ষের
রূপ নিয়েছে ।
রাতারাতি এটা-সেটা
করে আদালত থেকে
পাঠ করালাম-
"আজ থেকে বাংলাদেশে
জামায়াত ও তাঁর
অঙ্গ প্রতিষ্ঠানগুলি নিষিদ্ধ ।"
কি ভাবছেন খেলা শেষ ?
এটা আপনার
আপনাদের ভুল ধারনা ।
খেলা তখনই শুরু হল ।
নিষিদ্ধ ঘোষণা
যে করবেন তাহলে
ইসলামী ব্যাংকের
কি হবে ?
বাংলাদেশের সবচেয়ে
বেশি মানুষ টাকা রাখে
ইসলামী ব্যাংকে ।
জনগনের এই বিপুল
পরিমাণ টাকা কি
সরকার দিয়ে দিবে ?
সরকারের
পেটেও তো ঐ ইসলামী
ব্যাংকের বিপুর অর্থ আছে ।
প্রতিবছর সরকারকে
জামায়াত পরিচালিত
ইসলামী ব্যাংক
সবচেযে বেশি টাকা দেয় ।
২০১১ সালের জাঁকজমক
ক্রিকেট উদ্বোধনী অনুষ্ঠানের
পুরো ব্যয়ভারই নিয়েছিলো
ইসলামী ব্যাংক ।
এখন ইসলামী ব্যাংক
নিষিদ্ধ করে দিলে
তো তা হবে ব্যাংকের
সাথে বেঈমানী ।
আমি জামায়াত-শিবিরের
পক্ষে কোনো বক্তব্য
ছাড়ছিনা ।
আমি শুধু সরকারের
প্রতি এ বার্তা দিচ্ছি যে-
জামায়াত-শিবিরকে
হাল্কা মনে করাটা হবে
চরম ভুল ।
একটা জলজ্যান্ত বটবৃক্ষকে
টেনে তুলা কারো পক্ষেই
সম্ভব নয় ।
জামায়াত-শিবিরকে যদি
নিষিদ্ধ করতে হয় তাহলে
কৌশলে করতে হবে ।
কৌশলের সাথে লাগবে
সুপরিকল্পণা ।
এই পদ্ধতি ব্যতীত
নিষিদ্ধ করলে তা একদিন
মাথাচাড়া দিয়ে উঠবে ।
তাছাড়া নিষিদ্ধ যে
করবেন,
গত উপজেলা নির্বাচনে
বিভিন্ন পদে জয়ী হওয়া জামায়াতের ১০০
এর অধিক বিজয়ী
প্রার্থী যাদের রাষ্ট্রীয়ভাবে
শপথ
বাক্য পাঠ
করিয়েছে তাদের
কী হবে ?
তারা কী নিরবে এসব
মেনে নিবে ?
তারা না হয় নিল
কিন্তু জামায়াত-শিবিরের
ক্যাডাররা কি তা মেনে
নিবে ?
তারা রাজপথে নামবে ।
দেশটা আবার
অস্থিতিশীল হয়ে যাবে ।।
দেশটা অস্থিতিশীল হলে
জামায়াত-শিবির,
আওয়ামী-বিএনপি
কারো কোনো কিছু
যায় আসেনা ।
জাতীয়তাবোধের অভাবে
ভুগতে থাকা এ দেশের
নেতারা সাধারন মানুষ
আর দেশের কথা
ভাবেনা ।
তারা শুধু নিষিদ্ধ করার
কথাই ভাবছে পরবর্তী
প্রতিক্রিয়ার ফলে কী
হবে এ দেশের তা চিন্তা
করতে তারা নারাজ ।
জামায়াত নিষিদ্ধের
কাজে থাকাদের প্রতি
অনুরোধ করবো-
এবারের মতো
ক্ষান্ত হন ।
ভুল থেকে শিক্ষা
নিন এবং ছক আঁকেন ।
আজ না হলেও ১০
বছর পরে কাজে নামেন ।
দেশের কথা ভাবুন ।
দেশটা জামায়াত
শিবির না,
দেশটা সাধারন মানুষ,
তাদের কথা একটু ভাবুন ।
সহিংসতা,সংঘর্ষ,
রাজপথে গুলি হতাহত
আর বাংলাদেশ দেখতে
চায়না ।
এবার আমাদের
স্বস্তি দাও ।
দেশের দিকে তাকাও ।
প্রশ্নপত্র ফাঁস বন্ধ করো,
দুর্নীতি প্রতিরোধ করো,
হত্যা-গুম বন্ধ করো,
গডফাদারদের আইনের
আওতায় আনুন তাহলেই
দেশের মানুষ খুশি হবে
তখন যা ইচ্ছে
তাই কইরেন ।
কিন্তু আগে ভিত্তি
শক্ত করুন,
দেশটাকে উন্নত করুন ।।
জামায়াতের জন্য
দেশের উন্নতি ঠেকে
নেই যে তাদের নিষিদ্ধ
করতে উঠেপড়ে
লাগতে হবে ।
দেশটার একটা
ভবিষ্যত আঁকুন ।
বাস্তবে তা করে ফেলুন ।
বাংলাদেশ অনেক
কষ্টে আছে,
মুখে একটু হাসি
ফোটান ।
যা হোক,
আমি একজন জাগ্রত
নাগরিক ।
নই কোনো গোষ্ঠী
বা দলের ।
দেশকে স্বার্থছাড়া
ভালোবাসি বলে অভাবে
থেকেও আমি সুখী ।
দেশটাকে ভালোবাসুন
আপনিও সুখী হতে
পারবেন
আশা করি ।
আর সবার আগে
দেশকে রাখুন ।
সবার উপরে
জামায়াত-শিবির নয়
সবার উপরে দেশ ।।
"আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি"