আজকে আপনাদের দেখাব টাওয়ার অফ লন্ডনে সংরক্ষিত ব্রিটেনের রাজা রানীদের ব্যবহৃত কিছু বিশেষ জিনিষ পত্রের ছবি। যারা যুক্তরাজ্যে বসবাস করেন তাঁরা খুব সহজেই গিয়ে দেখে আসতে পারেন। আর যারা বাইরে থেকে এখানে বেড়াতে আসতে চান তাঁরা কিন্তু ভুলবেন না এখানে বেড়িয়ে যেতে। আশাকরি ভাল লাগেব।
ছবি-১ রাজাদের ব্যবহৃত তলোয়ার সহ একটি দুর্লভ ছবি।
ছবি-২ এগুলো হল স্বর্ণদণ্ড। বিশেষ অনুষ্ঠানে বিশেষ করে ওয়েস্টমিনস্টার সংসদে কার্যক্রম শুরু করার আগে এটি দিয়ে উদ্বোধন করা হয়।
ছবি-৩ রাজা হেনরি অষ্টম এর ব্যবহৃত যুদ্ধ পোশাক।
ছবি-৪ এখানে আরও কিছু যুদ্ধে ব্যবহৃত দেহ রক্ষামূলক পোশাক।
ছবি-৫ সেই সময়ে ব্যবহৃত কিছু দেশিয় যুদ্ধ অস্ত্র।
ছবি-৬ বেয়নেট যুক্ত কিছু বন্দুক।
ছবি-৭ রাজাদের ব্যবহৃত ব্যক্তিগত কিছু পিস্তল।
ছবি-৮ কামানের কিছু অংশ বিশেষ।
ছবি-৯ আরও কিছু কামানের অংশ বিশেষ।
ছবি-১০ একে বারে বাহিরে প্রবেশের পথে সাজিয়ে রাখা কামান।
ছবি-১১ রাজ পরিবারের সদস্যদের প্রাপ্ত রাঙ্ক অনুসারে প্রদত্ত বেজ।
ছবি-১২ দুর্লভ একটি রেকর্ড বই। অস্ত্র কোষাগার থেকে অস্ত্র বিতরণের ও রক্ষণের রেকর্ড বই।
ছবি-১৩ যুদ্ধ সাঁজে ঘোড়া চরে প্রস্তুত রাজা।
ছবি-১৪ বাহির থেকে তোলা টাওয়ার অফ লন্ডনের ছবি।
ছবি-১৫ রাজা রানীদের অভিজাত প্রতীক।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬