আমার ভেতরে কেবল
আমার ভেতরে কেবল
মুহাম্মদ মশিউর রহমান
আমার ভেতরে কেবল-
একশ তিন কোটি বছর যাবৎ,
অশ্রুপাত হাহাকার ছ্যাকাঘাত,
তোমাতে পাইনি বলে-
ভেতরে অন্তঃসারশূন্য গদভ জীবন,
আমায় করে দেয় বিনষ্ট, ক্ষণে ক্ষণে ।
আমার ভেতরে কেবল-
কোন্দল খোঁড়া সবুজ মাটি,
উর্বর বলে করে দাবি;
হাজার স্বপ্নের পাখ-পাখালী,
তোমাতে বিদায়ে আজি-
অশ্রু নাহি বাঁধ মানি ।
তোমা বিনা মিথ্যা স্বপন,
সজ্জিত লজ্জিত বিজিত আপন ।
আমার ভেতরে কেবল-
ঝড়ে কয়লার... বাকিটুকু পড়ুন