এই ব্লগটি খুলেছিলাম পৃথিবীর বিভিন্ন ব্লগ চর্চা বিষয়ক খবর আর লেখালেখিকে বাংলায় টেনে আনার জন্য,কিন্তু গত কয়েকদিনের ব্যস্ততায় আর সেটা হয়ে উঠে নি।
আজকে আলোচনা করব ব্লগের বিভিন্ন পরিভাষা নিয়ে।যারা নতুন এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ না (আমার মতোই অল্প জানা মানুষ)তাদের সুবিধার্থে ব্লগ জগতের কিছু আন্তর্জাতিক পরিভাষা আলোচনা করা যাক:
১.ব্লগ :
ওয়েবলগ এর সংক্ষিপ্ত রূপ।যদিও মূল শব্দের (ওয়েবলগ) চেয়ে এটাই এখন সর্বাধিক ব্যবহৃত শব্দ।ব্লগ মানে হলো এমন একটি ওয়েব সাইট যেখানে লেখা,তথ্য,ছবি,লিংক এগুলো সংরক্ষন ও প্রকাশ করা হয়ে থাকে।সাধারনত:ব্লগ একটি ব্যক্তিগত বিষয় ।তবে সামাজিক ও সাংগঠনিক ভাবেও ব্লগের চর্চা শুরু হয়েছে।
২.ব্লগার :
যিনি ব্লগটি মেইনটেইন করেন,সংরক্ষন ও প্রকাশ করেন।
৩.ব্লগোস্ফেয়ার :
সবগুলো ব্লগের সমন্বয় বা সবগুলো ব্লগ নিয়ে আলোচনা।ব্লগ কমিউনিটি ।
৪.ব্লগরোল :
ব্লগে যে এক্সটার্নাল লিংক প্রকাশ করা হয়।যেমন সামহোয়্যারে আপনার ব্লগে রাখা আপনার প্রিয় পোস্ট কিংবা আমার লিন্কস কলামের কথা বলা যায়।এখানে আপনি সাধারনত:আপনার পছন্দের লিংকগুলোকে জমা রাখেন।
৫.কনটেন্ট সিন্ডিকেশন:
যখন ব্লগের কোন অংশ বা সম্পূর্ণ অংশকে একই সাথে অন্য কোন সাইটে প্রকাশ করা হয়।সাধারনত:ব্লগ এডমিন বা ব্লগ মডারেটররা করে থাকেন।
৬.মোব্লগ:
মোবাইল ব্লগিংয়ের সংক্ষিপ্ত কিন্তু প্রচলিত টার্ম হচ্ছে মোব্লগ।
মোবাইল দিয়ে যে ব্লগে আপডেট করা যায়।সম্প্রতি সামহোয়্যারে এই জিনিষটি প্রথম পাতায় চালু হয়েছে।
৭.পার্মালিংক:
পার্মানেন্ট লিংকের সংক্ষিপ্ত রূপ।এটা দ্বারা বুঝায় যে কোন পোস্টের লিংককে সহজেই এভেইলেবল রাখার জন্য পার্মানেন্টলি জমা রাখা।(উদাহরন :সামহোয়্যারের নির্বাচিত পোস্ট কলাম)
৮.পডকাস্ট :
আইপড এর পড আর ব্রডকাস্টের কাস্ট মিলে তৈরী করা টার্ম পডকাস্ট ।ব্লগে অডিও ও ভিডিও পোস্টকে পডকাস্ট বলে।(উদাহরন :সামহোয়্যারে চালু নেই,তবে সচলায়তনে চালু আছে।)
৯.আর.এস.এস :
"রিয়েলি সিম্পল সিন্ডিকেশন" এর সংক্ষেপ হলো আর.এস.এস।
কোন ব্লগের বা সাইটের আর.এস.এস আপনার ব্লগে থাকলে সেই সাইটের আপডেট আপনি সবসময়ই আপনার ব্লগে বসে অবহিত হওয়ার জন্য যে সিন্ডিকেশন সেইটিই আর.এস.এস।
সামহোয়্যার এই সুবিদা দেয়।