আজকে আপনাদের জানাবো কোন কোন দেশে কোন কোন সাইট নিষিদ্ধ।
বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশে আমরা অনেক সময় সরকারকে গালি দেই যে এখানে বাকস্বাধীনতা হরণ করা হয়।
কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ওয়েব সাইট গুলোর উপর নিষেধাজ্ঞা বলবৎ আছে।
এটি হয়তো অনেক সময় ভালো,বিশেষ করে পর্ণোগ্রাফী এবং এধরনের খারাপ কাজ থেকে নিজের দেশের নাগরিকদের রক্ষা করা যায়,আবার অন্যপক্ষে বলা যায় যে প্রযুক্তি কখনোই খারাপ নয়,তাকে যে ব্যবহার করে তার ভালো মন্দের উপরই সবকিছু নির্ভর করে।
সেই আলোচনা হবে আর কোন দিন,আজকে শুধু খবরগুলো দেখে নেই:
১.ওয়ার্ডপ্রেস নিষিদ্ধ টার্কিতে:
টার্কি বা তুরষ্কে জনপ্রিয় ব্লগিং সাইট ওয়ার্ডপ্রেসকে নিষিদ্ধ রাখা হয়েছে।
একটি ব্যক্তিগত মামলার পরে সম্পূর্ন অনায্যভাবে এই জনপ্রিয় সাইটটি বন্ধ করে দেয়া হয়।
২.থাইল্যান্ডেও ওয়ার্ডপ্রেস নিষিদ্ধ:
বিশ্বব্যাপী সেক্সট্যুরিজমের প্রবক্তা থাইল্যান্ড সরকারের
সাথে যৌনতা নিয়ে ইন্টারনেটের কোন সমস্যা হওয়ার কথা না।ধারনা করা হয় বর্তমান সামরিক সরকারের সমালোচনা করায় ওয়ার্ডপ্রেসকে সেখানে ব্লক করা হয়েছে।গত ২২ আগস্ট থাইল্যান্ড টেলিকমিউনিকেশন অথরিটি এই ব্লক করে।
থাইল্যান্ড থেকে ওয়ার্ডপ্রেস দেখতে গেলে একটি লেখা মনিটরের সামনে ভেসে ওঠে সেটি হচ্ছে :
“Sorry. TOT Plc., as an organization of Thai people, has restrained the access to this website as it contains content, text, and/or picture that is unappropriated which affects the mind of Thai people all over the country and cannot be accepted.”
৩.ফেসবুক কি ইরানে নিষিদ্ধ:
এখনও কোন চূড়ান্ত খবর পাওয়া যায়নি যে সোশ্যাল
মিডিয়ার অন্যতম জনপ্রিয় সাইট ফেসবুক ইরানে নিষিদ্ধ কি না।বিভিন্ন ব্লগ সাইট ঘুরে যেটি বুঝতে পেরেছি,ইরানের বেশ কিছু অঞ্চলে ফেসবুক ওপেন করা যায় না।এ বিষয়ে কোন সরকারী ঘোষনার কথা ইরানের কোন ব্লগার অবগত নন।
কোন কোন ব্লগার ফেসবুক দেখতে পাচ্ছেন,কিন্তু তারা সবাই তেহরানের অধিবাসী।
এ বিষয়ে বিস্তারিত আপডেটের জন্য অপেক্ষা করুন।
৪.ইউটিউব নিষিদ্ধ সিরিয়ায়:
অবিশ্বাস্য ব্যপার হচ্ছে কোন ধরনের অশ্লীলতাকে প্রশ্রয় না দিয়েও সিরিয়ায় সরকারী তথ্য মন্ত্রনালয়ের হুকুমে ইউটিউবকে সে দেশে ব্যন করা হয়েছে।
ধারনা করা যায় যে সিরিয়ার বিচার ব্যবস্থার ওপর কিছু গোপন ভিডিও প্রকাশিত হওয়ার পর এই
নিষেধাজ্ঞা জারি করা হয়।
----------------------------------------
* এই সিরিজটি চলতে থাকবে।
*খবরের সূত্র: বিভিন্ন আন্তর্জাতিক ব্লগিং সাইট ও মিডিয়া।
*প্রথম পাতায় এক্সেস পাওয়ার পর রিপোস্ট।