বিভিন্ন দেশে এখন সাইবার ক্রাইম আশংকাজনক ভাবে বেড়ে যাচ্ছে।
সাইবার ক্রিমিনালদের দ্বারা হয়রানির শিকার হওয়াটা বাংলাদেশেও কম নয়।অনেকের অন্তরঙ্গ মূহুর্তগুলোকে মোবাইল অথবা ওয়েবক্যামে ধারন করে দুনিয়া জুড়ে ছড়িয়ে দেয়া হচ্ছে,এতে করে সেই মানুষটার ব্যক্তিগত্ আর সামাজিক জীবন বলে কিছুই অবশিষ্ঠ থাকছে না।
এ বিষয়ে আপনাদের সতর্ক করার জন্যই আজকের পোস্ট।
নিচের বিষয়গুলোর দিকে নজর দিন:
১/কখনোই কোন অন্তরঙ্গ মূহুর্তের কোন ছবি কোন মোবাইলে বা অন্য কোন মাধ্যমে তুলবেন না।এমন কি খেলার ছলেও না।
২/ আপনার কম্পিউটার অথবা মোবাইলে যদি কোন ব্যক্তিগত ছবি বা ফুটেজ থাকে,সেগুলোকে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করে রাখুন।
৩/কম্পিউটার এবং মোবাইল সারাবার জন্য দিতে হলে অবশ্যই ব্যক্তিগত জিনিষগুলোকে আগে ডিলিট করে দিন।
৪/অন্যের হার্ডডিস্ক ব্যবহার করবেন না,বা নিজের হার্ডডিস্ক কাউকে ধার দিবেন না।
৫/পরিবারের সন্তানদের বিশেষ করে টিন এজারদের দিকে খেয়াল রাখুন। তাদেরকে ইন্টারনেট ব্যবহারের জন্য একটি নির্দিষ্ঠ সময় বেধে দিন। সেই সময় যাতে তারা দরজা বন্ধ করে নেট ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখুন।
৬/ছোট ছোট সন্তানদের সাথে সমস্যাগুলো কিছু কিছু আলাপ করুন। নেটে পরিচিত মানুষরা যে সবসময় ভালো মানুষ হয় না,তাদেরকে যে বিশ্বাস করা উচিত না,এই কথাটি তাদের বুঝিয়ে বলুন।