আমাদের দেশের সংবিধানটি আর মৌলিক নয়। হাজারো কাঁটা-ছেড়ার মধ্যে কোন রকমে টিকে আছে বৈকি। নাগরিকের প্রয়োজন নয় বরং দলগুলোর বিভিন্ন অপকর্মের বৈধতা কিংবা বিরোদ্ধবাদীকে আইনের মারপ্যাঁচে ফেলতে আমাদের কর্তাব্যাক্তিরা সংবিধান সংশোধন(!) অতিমাত্রায় পারঙ্গম।
দলিয় প্রভাব আর সমর্থন কাজে লাগিয়ে বারবার বির্তকিত করা হয়েছে। তাই এর শ্রদ্ধাবোধের ব্যাপারে অনেককেই এলোমেলো কথা বলতে শোনা যায়।
যাহোক, আমাদের এই মহান সংবিধানের একটি ঘোর আপত্তিমূলক ও বিতর্ক সৃস্টিকারী ধারা হচ্ছে" জনগনই সকল ক্ষমতার উৎস" ।
ইসলাম ধর্ম সহ সকল ধর্মের সংগে সাংঘর্ষিক এই ধারাটি না ধর্ম ভিত্তিক না সেক্যুলার। কোন ধর্মেই মানুষকে এরকম কোন ক্ষমতা সৃস্টিকর্তা দেননি।
আর সেক্যুলার বলে আমাদের দেশে ভূড়িবাদীরা যা বোঝাতে চান, সে অনুযায়ী কোন ধর্মের সাথে সাংঘর্ষিক নয় এরকম ধারাই সংবিধানে সংযোজন করা উচিত।
তাই উপরোক্ত ধারাটির সংশোধন আশু প্রয়োজন।