৭:৩০ এ ঈদের নামাজ। রাতে কাজ করে ভোর ৬:৫০ এ বাসায় ফিরেছি। তারাহুড়া কোরে গোছল করে নামাজে গেলাম।
ফিরে এসে কি করবো তাই নিয়ে একটু দোনামন।খুব ঘুম আসছে। শেষ পযন্ত রান্না শুরু করলাম। বিরানি, বোরহানি এগুল বানিয়ে হাউজ মেট কে ডেকে নিয়ে খেলাম।বেজে গেল দুপুর ১১ টা। শরীর আর চলে না। বিছানায় চলে গেলাম। সাথে সাথে ঘুম।....................................
ঘুম ভাংলো সন্ধ্যায় জামিল ভাই এর ফোনে। ঈদ মোবারক.......................।
হ্যালো। কি বাপার আসছ না কেন?
জামিল ভাই খুব টায়াড।আসতে পারবো না সরি ।
না না আস। না আসলে তোমার ভাবি খুব মাইন্ড করবে।
জামিল ভাই নতুন বিয়ে করেছে। ২ মাস অগে বউ নিয়ে এসেছে।
অরো কিছু বাক্য বিনিময় হল তারপর রাজি হলাম। শরীর উঠতে চায় না। তারপর ও উঠে নামজ পরে রওনা দিলাম জামিল ভাই এর বাসায়।
আমি পৌছালাম, আমাকে দেখে জামিল ভাই আর ভাবি ভিশন খুশি। আমি জিবনেও কোন মানুষ কে এত খুশি হতে দেখিনি। অমি নিজে কিছুটা হচকচিয়ে গেলাম । অমাকে দেখে এত খুশি হবার কথা নয়।বাপার কি । অমার মনে সন্দেহ। বাপার কি। জামিল ভাই অমার এত ক্লোজ কেউ না। অমার এক কাজিনের ফ্রেন্ড। বছরে এক দু দিন দেখা হয়। কখনো ফোনে দরকারি কথা হয়। ব্যাস !
কিছু সময় গল্প হল,কোথায় নামাজ পড়লেন? সময় মত যেতে পেরেছিল কিনা? জব এর কি আবস্তা । নতুন HD TV কত দিয়ে কিনলেন । ড্রইং রুমের পেইন্টিং টা কিভাবে সস্তায় কিনলেন? এই বাসাটা কত ভাল। ব্যালকনি তে দাড়ালে সামনে দু.....রে সিটির প্যানারমিক ভিউ দেখাযায়।ভাবি সেটা কতটা পছন্দ করে। সেকেন্ড হ্যান্ড CRV টা কিনে কতটা লাভ হল। ইত্যাদি
ইতিমধ্যে ভাবি খাবার টেবিল গুছিয়ে ফেল্ল। টেবিলে যেয়ে আমি অবাক। অসংখ মেনু । চটপটি,পুডিং, লাছছা সেমাই,শুকনা সেমাই, দুধ সেমাই, কালজাম, পাপড়,মুরগির মাংস, গরুর মাংস, পোলাও, টিকিয়া, সবামী কাবাব, আরো কি যেন দুই একটা।
ভাবি বল্ল আজ দুই দিন ধরে এগুল বানিয়েছে কাল সারা রাত ঘুমায় নি। অমি ওনেক থ্যঙ্কস দিলাম। ভাবি বল্ল ওনেক কেই আসতে বলেছে। বেশ কয়েক টা ফ্যামিলি, বেশ কয়েক জন ব্যাচেলার। কিন্তু week day তে ঈদ, কেউ আসেনি। আমি ই এক মাত্র গেষ্ট।
বুঝলাম খুশি হবার কারণ। দুই দিনের কষ্ট এবং আজ সারাদিনের অপেক্ষার পর আমি ই এক মাত্র গেষ্ট।
বল্লাম কোন চিন্তা করবেন না ভাবি। বলে খাওয়া শুরু করলাম।খাওয়া যখন শেষ তখন দেখি আর নড়তে পারি না। কোন ক্রমে জামিল ভাই আর ভাবি কে থ্যঙ্কস দিয়ে। গাড়ির ভিতর বসলাম। রুমে ফিরে সোজা বিছানায়। তার পর আর কিছু মনে নাই।