প্লেটো : মুরগীটার কোন মহৎ উদ্দেশ্য ছিল।
এরিষ্টটল : মুরগীর স্বভাব রাস্তা পার হওয়া।
সক্রেটিস : মুরগী কেন রাস্তা পার হয় এটা নিয়ে গভীর ভাবে ভাবতে হবে।
কার্ল মার্ক্স : মুরগীর রাস্তা পার হওয়া একটা ঐতিহাসিক অবশ্যম্ভাবী ঘটনা।
আর্নেস্ট হেমিংওয়ে : বৃষ্টিতে মরার জন্য।
মাইলস ডেভিস : মুরগীটা একটা "মাদার -ফা..."।
আইনস্টাইন: মুরগীটা রাস্তা পার হয়ে ছিল না রাস্তা মুরগীর পায়ের নিচে সরে গিয়েছিল এটা বুঝতে "ফ্রেম অফ রেফারেন্স" বুঝতে হবে।
বুদ্ধ : এই ধরণের প্রশ্ন করা মানুষের মুরগী স্বভাবের পরিচয়।
মোহাম্মদ : মুরগী হালাল না হারাম এটা আগে ভাবতে হবে।
রামকৃষ্ণ : পৃথিবীতে যা কিছু হয় সবই মায়া।
এমারসন : মুরগীটা রাস্তা পার হয়নি ,রাস্তাকে ছাপিয়ে গিয়েছিল।
চার্লস ডিকেন্স : এই রাস্তাটা মুরগীর আগে পার হওয়া সমস্ত রাস্তার থেকে ভাল ছিল।
শেক্সপীয়ার : নরম পাখী শক্ত রাস্তা কেন পার হয় ?
ডারউইন : সময়ের সাথে সাথে প্রাকৃতিক নির্বাচনের ফলে মুরগীরা জীনগত ভাবে রাস্তা পার হওয়ার জন্য বিবর্তিত হয়েছে।
সিগমুন্ড ফ্রয়েড : ঘটনা হল মুরগীর রাস্তা পার হওয়ার আলোচনা অবদমিত যৌন চেতনার প্রকাশ।
মার্টিন লুথার কিং : আমি এমন পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে মুরগীর রাস্তা পার হওয়ার উদ্দেশ্য নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।
অলিভার স্টোন : প্রশ্ন এটা নয় কি মুরগী কেন রাস্তা পার হল ,প্রশ্ন এটাই কি মুরগীর রাস্তা পার হওয়া দেখতে গিয়ে আমরা আর কার কার রাস্তা পার হওয়া দেখলাম না।
বিল গেটস : আমি সদ্যই অফিস -চিকেন ২০০০ রিলিজ করেছি যেটা ব্যবহার করলে আপনি চিন্তা মুক্ত হয়ে রাস্তা পার হতে পারবেন।
বিল ক্লিনটন : রাস্তা পার হওয়ার সময় মুরগীটা যে সংগ্রাম করছিল আমি তার ব্যথা অনুভব করতে পারি।
মনিকা লিউনস্কি : মুরগীটার ওই ব্যথাই একমাত্র ব্যথা নয়।
বিল ক্লিনটন : সেটা নির্ভর করে মুরগী বলতে আমরা কী বুঝি।
(ইন্টারনেট সংগ্রহ )
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৮