বাগানে গেলাম ফুল তুলিতে, ফুলেরা খুব ডাকছিল...
নেন তুলে নেন আমাকে আজ, কথায় মনের টান ছিল;
হাত দিয়েছি একটি ফুলে, অন্যেরা খুব কাঁদছিল
বলল ওরা হাত বাড়িয়ে, আজকে ওঠার সাধ ছিল।
দলে দলে ফুলেরা এসে, আমার হাতে উঠছিল,
পনের তারিখ, ডিসেম্বরের জন্যে তারা ফুটছিল।
আরে আরে এত কেনো, পনেরটি ফুল লাগবে যে-
সামু ব্লগের জন্মদিনে বাগানে পড়ে থাকবে কে!
দীর্ঘ জীবন বেঁচে থাকো সামু তুমি সবার প্রিয়
জন্মদিনের শুভলগ্নে ভালোবাসা আর শুভেচ্ছা নিও।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৬