মনে হয় যেন স্বপ্নের জগতে দাঁড়িয়ে আছে খুকী
চারপাশ থেকে অজানা কিছু সামনে দিয়েছে উঁকি।
ঘুরে ফিরে এসে অচেনা প্রাণি বার বার খায় চুম
আদরে আদরে নেচে উঠে খুকী সারারাত নির্ঘুম।
চাকা ঘুরে ঘুরে শিশু যায় ছুটে আকাশ বহুদূর
পথ ভুলে ছেলে অচেনা পথে এসেছে অচিনপুর।
চারপাশে যত সবুজ আছে আঁধারে পড়েছে ঢাকা
ক্লান্ত পায়ে অচল অবস থেমেছে শিশুর চাকা।
আকাশ ছোঁয়ার স্বপ্ন যখন পথেই গেল থেমে
মেঘের পিঠে চড়ে আকাশ নিজেই এল নেমে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৩