মা-বাবা নেই তার...
হঠাৎ এমন দৃশ্য দেখে উল্লাসে যায় ফেটে
পেছনে গিয়ে ছায়া ধরে আনন্দে যায় হেঁটে।
কোলের শিশু ব্যাগে ভরে বাজার করেন মাতা
আদর-স্নেহ নেই ভেবেছেন করছে কীসব যা তা!
না, না, না, তা হবে কেন, এমনি উঠে বেড়ে
ওরা নিজের পায়ে দাঁড়িয়ে যায়, নিজের গতর ঝেড়ে।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১২