খুন্তি কোঁদাল শাবল কাঁচি, টুকরি হাতে মাঠে
আমন ধানের খেতে ওরা, সারাটা দিন হাঁটে।
কোথায় ইঁদুর-গর্ত আছে, দেখেই কোদাল চালায়
বিপদ দেখে ইঁদুরগুলো, দেৌড়ে কোথাও পালায়।
গর্ত করে টেনে আনে, তাজা ধানের শীষ
মাঝে মাঝে ভেসে আসে, সাপের হিস্ হিস্।
সাপের বিষের চেয়েও যখন, ক্ষুধার অসীম জ্বালা
ভয়-বিপদের ঘরে তখন, ঝুলিয়ে রাখে তালা।
এমনি করে বেঁচে থাকে, বিত্তবিহীন মানুষ
অপচয়ে হাওয়ায় ভাসাই, নানা রঙের ফানুস!
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০