ফুলের কলি ফুল হলো কই, অকালে যায় ঝরে
পথের শিশুরা পথ না পেয়ে, পথেই যায় মরে।
নেশার ছোবল ওদের গায়ে, পায়ে পায়ে মরণ
নিজের হাতেই অবুঝ শিশু, বিষ করেছে বরণ।
কেউ কি দেখার নেই? থাকবে না কেন্, আছে
স্বপ্নডালা সাজিয়ে যখন আসবে তাদের কাছে;
দেখবে তখন পড়ে আছে, ছিন্ন পথের কলি
পথশিশুরা পথ না পেয়ে, পথেই হচ্ছে বলি।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭