উঠোন থেকে একটা লাফে খোকা গেলো মাঠে
করবে কী আর মেঘ বাদলে মন বসে না পাঠে।
মাঠের বুকে কাদাপানি জমবে না আজ খেলা
পাখা হলো হাত দুটো তার মেঘ হয়েছে ভেলা।
মেঘের আকাশ পেরিয়ে দেখে আকাশ ঘন নীল
চলবে না আর মেঘের ভেলায় হলো ভুবন চিল।
সাগর নদী পাহাড় ছেড়ে নেমে এলো বনে
ঘুরে দেখার সাধ মিটেছে যা ছিল তার মনে।