গাঁয়ের বাড়ি ধান ক্ষেতের সরু আলে আলে
ঝুলে আছে মুক্তোদানা মাকড়সাদের জালে।
খালি পায়ে নরম ঘাসে পায়ের পাতা ফেলে
হেঁটে এলাম মজা করে সঙ্গে মেয়ে ছেলে।
কুয়াশা আর মাটির সাথে কিম্বা সবুজ ঘাসে
বনফুলেরা হাওয়ায় নেচে কেমন করে হাসে;
নিজের চোখে দেখেই তবে বলবে ভালবাসি
গাঁয়ের বাড়ি মাঠে মাঠে ফসল রাশি রাশি।
সেই ফসলে জীবন বাঁচে নাচে সবার প্রাণ
আয়রে গাঁয়ে যা নিয়ে যা মাটির সোঁদা ঘ্রাণ।