মুখের ভাষা নেই বলে তার, চোখের ভাষায় বলে
মনের কথা বলতে গিয়ে, হাত-পা সমানে চলে।
মেজাজ বিষম চড়া
মিছেমিছি আর দুষ্টুমি ছাড়া, আসল মেজাজে গড়া।
কেন যে একদিন ছল করে আমি
মিছে কথা বলেছিলেম
রাত করে ফিরে নানা ভাবে তারে
প্রবোধ দিয়েছিলেম।
আমার প্রতি বিশ্বাস তার ভেঙ্গে হলো খান খান
বিদায় বেলায় সজল নয়নে দেখেছি অভিমান।
তারপর আর দেখা নেই...
সেদিন ব্যস্ত পথে
দেখেই আমি সজল চোখে হাত দুটি যেই বাড়াই
বানের জলে বলে গেল সব, মুখের ভাষা ছাড়াই!
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:২০