কেউ জানে না কোথায় থাকে তারা
বুড়ির খবর লয় না এখন কেহ
নিজের জীবন নিজেই চালায় টেনে
ধণুকবাঁকা হয়েছে তাঁর দেহ।
একলা ঘরে আপন মনে কেঁদে ভাসায় বুক
খুঁজে বেড়ায় শূণ্য ঘরে হারিয়ে যাওয়া সুখ
সুখ আসে না দুঃখ এসে নিত্য করে খেলা
`কী অপরাধ কেন আমার এমন অবহেলা!'
ছবি: প্রতিকী
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ রাত ৮:৫৮