যাবি আর কত দূর সীমা তোর শেষ
দেখা হলে মারামারি অকারণ ক্লেশ।
পথ নেই পালাবার পাখা নেই ওড়ে
পাতাহীন বৃক্ষের ডাল বেয়ে ঘোরে।
তারপর দু'জনের হলে মোলাকাত;
সাপে আর নেউলের বাধে সংঘাত!
এই ভাবে জীবনের শুরু আর শেষ;
বেঁচে থাকে গোপনে চেনা পরিবেশ!
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ রাত ৯:৫০