শিরোনাম....
নগদ ৭ হাজার ৫০০ পয়সা খরচ করে 'অপরবাস্তব-৩' কিনে সম্পাদকের পরিচয়-সংকটে ভুগছি!
তার ওপর আছে দস্তখত-বিড়ম্বনা!
বিস্তারিত...
দুইয়ে দুইয়ে চার মিলে গেল গতকাল।
প্রথমবারের মতো গেলাম এবারের একুশে বইমেলায়।
সঙ্গে বউ!
বউ আর বই একসঙ্গে!
প্রায় ঘন্টা চারেক প্রফুল্ল মন নিয়ে ঘোরাঘুরি পর যখন মেলা থেকে বের হলাম, টের পেলাম, বই কিনে একরকম দেউলিয়া (!) বানিয়ে দিল বউ!
আমি সুযোগ পেয়েছি মাত্র একটি বই কেনার।
সেটি ‘অপরবাস্তব-৩।’
বাসায় যাওয়ার পর বউয়ের আক্ষেপ, ‘এই বইটা (অপরবাস্তব-৩) না কিনলেও পারতে?’
‘কেন?’ প্রশ্ন করি।
‘না মানে...,’ মনে মনে কথা গুছিয়ে বউ বলে, ‘লেখা আছে, ‘সম্পাদনা: লোকালটক’, এই ব্যাটা কে?’
আমি চুপ। বউয়ের প্রশ্নের উত্তর নিজেও যে জানি না।
‘শুধু শুধু...। ওই টাকা দিয়ে আমি আরেকটা সাইন্স ফিকশন কিনতে পারতাম...।’
বউকে কথা শেষ করতে না দিয়ে বলি, ‘তা পারতে, কিন্তু সামুর ব্লগ...’
এবার বউ আমার মুখের ভাষা (কথা) কাইড়া নিয়ে বলে, ‘সামুটা কে?’
আমি চুপ। কেঁচো খুঁড়তে জাদুঘর বের না হয়ে যায়!
সেই যে মুখে কলুপ এঁটেছি, এখনও খুলেনি।
নগদ ৭ হাজার ৫০০ পয়সা খরচ করে ‘অপরবাস্তব-৩’ কিনে সম্পাদকের পরিচয়-সংকটে ভুগছি!
তারওপর আছে দস্তখত(অটোগ্রাফ)-বিড়ম্বনা!
লোকালটক নিজেই মুখোশে ঢাকা, তার অটোগ্রাফ পাব কোত্থেকে?
বি. দ্র.-১: ‘অপরাবাস্তব ১, ২’ পাব কোথায়? স্টটে জিজ্ঞেস করেছি। নাই।
বি. দ্র.-২: আমার বউ খুব লক্ষী। ভাববেন না, সে আমার ওপর খবরদারি করে। তবে বউ আমার ‘বই’ বলতে পাগলী!
বি. দ্র.-৩: আমি কিন্তু ‘বউ’ বলতে পাগল না!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫১