বিছানাকান্দির বুকে
জলধারা যেন নয় কো শুধু জলের রাশি
এ এক সৃষ্টির অপার আধার;
তোমার বুকে রয়েছে বাংলার
শত স্বপ্নের বুনন, হাজারো প্রাণের সঞ্চার।
আকাশ এসে মিশেছে তোমার কাছে
চাঁদ দিয়েছে উকি-
শোবূজ বাংলা সতেজ হয়েছে
তুমি দিয়েছ পানি।
দুরন্ত কিশোর পেয়েছে স্বাধীনতা
শিশু দিয়েছে হাসি।
জেলে ধরেছে মাছ
কৃষক পেয়েছে প্রাণ সঞ্জীবনী
দিয়েছে ফসলের ডালি।
পাহাড় এসে মিলেছে বুকে
পাথর নিয়েছে ঠাই,
রবির আলো দিয়েছে উকি
ছোট্ট মাছের আকুলি বিকুলি
তাই দেখে বড়ো মাছ হেসেছে খালি
দিয়েছে লুটোপুটি।
মাঝি মাল্লার চারণ ভূমি
পাল উঠেছে জাগি।
বাতাস এসে দোল দিয়েছে,
জলরাশি দুলেছে খালি।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬