স্বাধীনতা আর পোশাক।
স্বাধীনতার অনেক গুলো ধাপের মধ্যে পোশাক একটি ধাপ বা উপাদান।
স্বাধীনতা উপভোগ করতে বা এর স্বাদ পেতে চাইলে একটি রাস্ট্রকে অনেকটা পথ পাড়ি দিতে হয়। স্বাধীনতার অনেকগুলো উপাদান সময়ের পরিক্রমায় অর্জিত হতে থাকে। স্বাধীনতার সাথে সাথেই তা ফলপ্রসূভাবে ভোগ করা যায় না।
পোশাকের স্বাধীনতা একটি রাস্ট্রের স্বাধীনতা ভোগের চুড়ান্ত পর্যায়।
পোশাক আর নারী কিংবা পোশাক আর পুরুষ এই আলোচ্য বিষয়ের পূর্বে আমাদের আরও কিছু বিষয়ের দিকে নজর দেয়া উচিত।
স্বাধীনতা ভোগের সাথে আমাদের ঐতিহ্য সংস্কৃতি রাজনীতি পারিবারিক অর্থনৈতিক পাশাপাশি ধর্মীয় মুল্যবোধ জড়িত।
আপনি আমি আমাদের স্বাধীনতা উক্ত নিয়ামকের অধিনেই পালন করে থাকি।
একটি সমাজের বা রাস্ট্রের যে নিয়ামক যত শক্ত হয় সে সমাজ বা রাস্ট্র সে নিয়ামকের মাধ্যমেই স্বাধীনতা ভোগ করে থাকে।
সে হিসেবেই আমাদের পোশাকের স্বাধীনতা নির্ধারিত হয়েছে বা হচ্ছে। এখন কেউ বিভিন্ন নিয়ামকের অধীনে ফেলে পোশাকের স্বাধীনতাকে বিভিন্নভাবে যাচাই বা প্রতিস্থাপন আধুনিকায়ন করতে চাইতে পারে কিন্তু সেক্ষেত্রে আমাদের ভূলে গেলে চলবে না স্বাধীনতা মানতে গেলে অবশ্যই শক্ত নিয়ামক বেছে নিতেই হবে।