বিশ্ব বই ও কপিরাইট দিবস
★বই দিবসঃআজ ২৩শে এপ্রিল। বিশ্ব বই দিবস। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো দিনটিকে বই পড়া,প্রকাশ ও কপিরাইট আইন বিষয়ে উদ্বুদ্ধকরণে দিনটির প্রচলন করে। এবং একইসাথে উইলিয়াম শেক্সপীয়র ও স্পানিশ লেখক Inca
Garcilaso de la Vega এর মৃত্যুদিবস এটা।
★★তারিখ নির্বাচন ও প্রথম বই দিবসঃ
২৩শে এপ্রিল এবং বইয়ের মাঝে প্রথম সংযোগ সাধিত হয় স্পেনের কাতালোনিয়া শহরের বই বিক্রেতাদের দ্বারা, ১৯২৩সালে।অর্থাৎ বই দিবস প্রথম স্পেনেই উদযাপন করা হয়েছিল এবং ১৯২৩সালে ।
মূল ধারণাটা ছিল স্পেনীয় লেখক ভিনসেন্ট ক্লাভেল আন্দ্রেস(Vicente Clavel Andrés) এর।স্পেনীয় লেখক মিগুয়েল ডি কারভেন্টেজ(Miguel de Cervantes) এর মৃত্যুদিবস এর সম্মানে বই দিবস পালন।
এরপর ১৯৯৫সালে ইউনেস্কো সিদ্ধান্ত নেয় ২৩শে এপ্রিলকে বই ও কপিরাইট দিবস হিসেবে ঘোষণা ও পালনের।
★★★দেশে দেশে বই দিবসঃ
#১ স্পেনঃদিনটি উদযাপন এর উদ্দেশ্যে স্পেনের "Alcalá de Henares" শহরে পাঠকমেলা আয়োজন করা হয়। স্পেনীয় লেখক কারভেন্টেজ এর লেখা উপন্যাস "Don Quixot" পাঠের উপলক্ষ্যে দুদিন ব্যাপী মেলাটি চলে এবং স্পেনের রাজার পক্ষ থেকে মিগুয়েল ডি কারভান্টেজ পুরস্কার দেয়া হয়।
স্পেনের কাতালোনিয়া শহরে, খ্রিষ্টান অর্থোডক্সদের উৎসব "সেন্ট জর্জ ডে"১৪৩৬সাল থেকে "ডে অব রোজ/গোলাপ দিবস" হিসেবে উদযাপিত হয়ে আসছে।শ্রদ্ধাভাজন ব্যক্তি ও একান্ত প্রিয়জনকে গোলাপ ও উপহার আদানপ্রদানের দিন হিসেবে।এটা #ভ্যালেন্টাইনস ডের অনুরূপ। ১৯২৯সালের #রোজ_ডে তে বই উপহার হিসেবে আদানপ্রদান করা হয়েছিল #কারভেন্তেজ এর স্মরণে।১৯৯৫ সালে ইউনেস্কো দিনটিকে বিশ্ব বই ও কপিরাইট দিবস ঘোষণা করে।
#২যুক্তরাজ্যঃযুক্তরাজ্যে মার্চের প্রথম বৃহস্পতিবারকে বই দিবস হিসেবে পালন করা হয়।
#৩সুইডেনঃসুইডেন এ বিশ্বের অন্যান্য দেশের মতই বই ও কপিরাইট দিবস পালন করা হয়।এটা সাধারণত ২৩শে এপ্রিল পালন করা হলেও,২০০০ এবং ২০১১সালে খ্রিস্টীয় ধর্মোৎসব #ইস্টার এর সাথে সংঘর্ষ এড়াতে ১৩ই এপ্রিল উদযাপিত হয়েছিল।
#৪মার্কিন যুক্তরাষ্ট্র: ম্যারিল্যান্ডের কেসিংটনে আন্তর্জাতিক বই দিবস উপলক্ষ্যে একটি স্ট্রিট ফেস্টিভ্যাল উদযাপিত হয় ২৬শে এপ্রিলের নিকটতম রবিবারে।
★★★★লক্ষ্যনীয় বিষয়ঃ কাকতালীয়ভাবে দিনটি বহু প্রভাবশালী গুণী সাহিত্যিকের জন্ম ও মৃত্যুদিবসের সাথে মিলে যায়।
যেমনঃমরিস দ্যুরন এবং রুশ লেখক ভ্লাদিমি নবোকভ,সত্যজিৎ রায়।
#১ উইলিয়াম শেক্সপীয়রঃবিখ্যাত ইংরেজ কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপীয়র এর ৪০০ তম মৃত্যুবার্ষিকী আজ।(উল্লেখ্য,অনেকে বলেন জন্মদিনও আজ। তাদের নিকট তথ্যসূত্র দাবি করছি।)উইলিয়াম শেক্সপীয়রের অনন্যতা মূলত তার নিখুঁত মুন্সিয়ানার ট্রাজেডিগুলোতে। হ্যামলেট,রোমিও জুলিয়েট,ট্রয়লাস এবং ক্রেসিডা,এ্যান্টোনিও এ্যান্ড ক্লিওপেট্রা, ম্যাকবেথ,ওথেলো স্থান কাল নির্বিশেষে সকল সাহিত্যপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে।চতুর্দশপদী কবিতাও লিখতেন তিনি। বিভিন্ন বিখ্যাত সংলাপ/উক্তির জন্যও বিখ্যাত তিনি। সবথেকে প্রচলিত উক্তি
"All the world's a stage,
and all the men and women
merely players:
they have their exits and their
entrances;
and one man in his time plays
many parts ..."As You Like It, দ্বিতীয় অংক, সপ্তম দৃশ্য।
#২সত্যজিৎ রায়ঃএকইসাথে বহুমুখী প্রতিভার অধিকারী, জনপ্রিয় বাঙালি লেখক-গল্পকার ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের মৃত্যুদিবসও আজ।উল্লেখ্য বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের "পথের পাঁচালী " অবলম্বনে নির্মিত সিনেমা কান চলচ্চিত্র উৎসবে “শ্রেষ্ঠ মানব দলিল” পুরস্কার সহ ১১টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছিল।
অনেক অনেক গল্পসংকলন আছে তার।
সত্যজিৎ রায় অমর হয়ে আছেন তার ফেলুদা এবং প্রফেসর শঙ্কু চরিত্রের মাধ্যমে প্রতিটি বাঙালির,বলা ভাল বাঙালি সাহিত্যপ্রেমীর হৃদয়ে।
জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক আমাদের জীবন,বই দিবসে এটাই হোক প্রতিপাদ্য। ✌
তথ্যসূত্রঃ
http://www.un.org/en/events/bookday/
http://en.Wikipedia.org
http://www.opensourceshakespeare.org/