পয়লা এপ্রিলে অপরকে হঠাৎ কিছু বলে-কয়ে দেখিয়ে বোকা বানানোর(স্রেফ মজা করেই) মধ্য দিয়ে এপ্রিল ফুল পালন করা হয়।
কিছু লোকজন আছে,যারা অযথাই নিরীহ-ধর্মপ্রাণ মুসলিমদের মনে অকারণে খৃষ্টান, ইহুদী-নাসারা-কাফের-মুশরিকদের প্রতি বিদ্বেষ-ঘৃণা জাগায়। তাদের সংস্কৃতির বিরুদ্ধতা করে(স্বাভাবিক, তারাও অনেকসময় করে)।
এই যে Pepsi খেতে নিষেধ করে বলে এর পুর্নরুপ Pay each penny for Saving Israel.
অথচ , পেপসি যখন থেকে বাজারে,তখন ইস্রায়েল নামক বিষফোড়াটার জন্মই হয়নি।
এপ্রিল ফুল যখন থেকে পালন করা হয়,তখন স্পেনে মুসলিম সাম্রাজ্য পত্তন হয়েছিল কিনা সন্দেহ।
যারা মুসলিমশাসিত স্পেনে ফার্দিনান্দ আর ইসাবেলার নির্মম হৃদয়বিদারক আক্রমনের ঘটনা বলে ইমোশনাল ব্লাক মেইলিং করে থাকেন, তাদের নিকট তীব্রভাবে তথ্যসূত্র দাবি করছি।
উল্লেখ্য,কিছু লোকজন বলে থাকেন, "বিজয়ীরাই ইতিহাস রচনা করে।"
আমি তাদের প্রতি বলি,"সত্য কখনো অপ্রকাশিত থাকে না।"
সত্যিটা জানতে চাই।
#Searching For the #Truth