স্বেচ্ছা কারাবরণের আহবান
___________________________
তোমার দেওয়া
কারাগারে নিক্ষিপ্ত হতে
আপত্তি নেই,
শুধু দু'বেলা চক্ষু দর্শন দিও।
এই চোখের মায়ায়
কাটিয়ে দেব সহস্র রজনী,
বানাবো তোমার মণিতে
আমার প্রেমের জাল।
বন্দিত্ব সে যে কবেই বরণ
করে নিয়েছি,
তোমাতে হারিয়ে যার
হয়েছে শুরু।
(জাকির হোসাইন)
প্রত্যাখ্যানঃ
___________
কেন শৃঙ্খল চাও তুমি?
মুক্ত বিহঙ্গ তুমি।
হাজারো আকাশ আছে তোমার
উদ্বাহু শুভ্র ডানা মেলে ওড়ার।
মুগ্ধ তোমাতে,
হাজারো বসন্তদূত,
হাজারো এ্যাডোনিসেরা।
প্রেমপাত্র সাজায়ে আছে
তোমার প্রতীক্ষাতে।
তোমার জন্যে তাদের কত হাহাকার-অশ্রুপাত।
খুজে নাও তাদের থেকেই,
উড়ে বেড়ানোর সাথী ।
গল্পলোভী শাহরিয়ার নই,
হবে হাজারো নিশিযাপন;
শেহেরজাদের গল্পসুধালোভে
উথলে পড়া নিঁদকে দিয়ে নির্বাসন।
চোখ দুটো আর শান্ত হিমালয় নেই।
সেই কবে পুড়ে ছাই হয়ে গেছে।
সেখানে এখন কালিমাময় সুপ্ত-ভিসুভিয়াস।
নির্বিকার অপেক্ষায়,জ্বালাময়ী তীব্র ঘৃণায় ফুসলে ওঠবার।
চোখের মণিতে গড়া
জাল-প্রেমের জালে ফেঁসে
অবশেষে নিঃস্ব আমি।
যাচিনে তার পুনরাবৃত্তি বারংবার।
হৃদয়কারার গহীনে যে অতল অন্ধকার,
নিজেই পাইনা খুজে শুরু শেষ তার।
দীপশিখা জ্বালাতে ব্যর্থ হবে তুমিও।
তাই মুক্তি দিলাম তোমায় আজ।
(অশোক চন্দ্র শীল)
বি.দ্র. শ্রদ্ধেয় জাকির হোসাইন এর ফেসবুক টাইমলাইন হতে উনার যৌথ কবিতার উত্তর দিতে চাওয়ার ব্যর্থ প্রয়াস মাত্র। ভুলত্রুটি মার্জনীয়।