চশমাবতী
______________________________
হাজারো চশমাবতীকে দেখি,
নিউমার্কেটে,তিতাসের মোড়ে, কখনো চৌরাস্তায়।
গোধূলির আবহে
হাটে,কথা বলে,
সংযত মুচকি হাসি হেসে চলে যায়,
কিংবা উচ্চহাসির ঝংকারে
এই শুষ্কহৃদয়ে
ঝর্ণাধারা জাগিয়েই চলে যায়।
কখনো হাত নেড়ে
ভায়োলিনের সুরে বলে ওঠে,
"এ্যাঁই রিক্সা নবম লেন যাবেন?"
চলে যায়....
নিজ গন্তব্যে...
মন্দ কিসে?
আসবে, যাবে এইতো নিয়ম।
হাজারো চশমাবতীর ছায়া দেখি,
শব্দ শুনি
পাতায় পাতায়,
গাছের ছায়ায়,
মোমবাতির আবছা আলোয়,
আলো-আধারীতে
শ্মশানবটমূলে,
সমাধিস্তম্ভের উপরে।
অদ্ভুত গা চমকানো শব্দে হেসে ওঠে তারা।
কোনও পুরাতাত্ত্বিকযুগের চশমাবতীরা।।
তুমিও হয়তো ছিল,
তাদেরই ভিড়ে।
হয়তো আছো,
ওই মোড়ে দাঁড়ানো চশমাবতীদের ভিড়ে,
এক হাস্যোজ্জ্বল এক অনিন্দিতা চশমাবতী।
Source : http://on.fb.me/1Tjh4OY