সে অনেক অনেক অনেক দিন আগের কথা ।
এই ধরেন প্রায় ৮৯৯-৯২৯ দিন আগের ঘটনা ।
তখন একটা পুলা ফেসবুকের এথায় সেথায় চিপায়
চাপায় ব্যাপক বিচরন করিত।
একদা বিচরন করিবার কালে সে ৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু নামক পেইজ এ একখানা লিঙ্কু দেখিয়া অতিশয়
চুম্বকিত হইল । ফলস্বরূপ ঐ লিঙ্কুতে গুতা মারার
কুচিন্তা তাহার মাথায় ভর করিল।
অতঃপর এল সেই মহেন্দ্রক্ষণ...................
সে ঐ লিঙ্কুতে আঁতকা (হঠাৎ) গুতা মারিয়া বসিল।
তার কয়েক সেকেন্ড পরেই ঘটে গেল সেই পাতিহাঁসিক ঘটনা।
অর্থাৎ সে সামু নামক মামুর খপ্পরে পরিল।
সামু যেন দীর্ঘদিন যাবত এইদিনটির প্রতিক্ষায় ছিল।
এরপর যা ঘটিল তা ছিল অত্যন্ত নির্মম ও বেদনাদায়ক ।
ব্লগে তাহার এই আগমন উপলক্ষে সাজ সাজ রব, উৎসব
মুখর পরিবেশ এমনকি সভা সেমিনারও আয়োজন করা হইলনা।
কি আর করার
বালক রাগে অপমানে জিক্কু ভাইয়ের সব পোস্ট পড়িয়া শেষ করিয়া ফেলিল।
পাশাপাশি ব্লগার হাসান মাহবুব , রুদ্রপ্রতাপ , আলিম আল রাজি, রাজসোহানের প্রায় সকল লেখা ভক্ষন করিয়া ফেলিল ।
পড়িবার কালে সে পোস্ট এ মন্তব্য করার ব্যাপক আকাঙ্ক্ষা অনুভব করিল।
কিন্তু আফসুস তার কোন কম্পু ছিলনা।
ফলে বহুদিন পরে , এখন থেকে প্রায় ১৮৭ দিন আগে যখন একটা কম্পু তার হস্তগত হইল এবং তৎক্ষণাৎ একখানা নিক খুলিয়া ফেলিল ।
কিন্তু ৭ দিনের স্থলে সারে ৩ মাস ওয়াচে থাকার পরে জেনারেল বাউন্ডুলেতে রুপান্তরিত হইল, এবং বিপুল বিক্রমে
এথায় সেথায় মন্তব্য করিতে আরাম্ভ করিল।
এই হল সেই বালকের / আমার/ একজন বাউন্ডুলের
সামুয়াগমনের ইতিহাস থুক্কু পাতিহাঁস।
যাদের এতক্ষন আমার বকবক পড়ে শ্রান্ত ক্লান্ত বিরক্ত হয়ে আমাকে প্রহার করার ইচ্ছা জেগেছে তারা এইদিকে আসেন।
আর যাদের মাথা বেথা করছে তারা এই নেন।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৬