সাহিত্যের আয়নায় জেগে উঠুক মানুষের মুখ
অতীতের আলোকরেখায়
জেগে উঠুক সততার বাণী
প্রবীণের ছায়ায় সজ্জিত হোক নবীনের সুখ ।
সাহিত্য বাজার এর ১০ম বর্ষপূর্তী উৎসব প্রস্তুতি চলছে । আগামী জুনে দশম বছরে পা দেবে সাহিত্য বাজার । ময়মনসিংহে আয়োজিত ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা অনুযায়ি, আমরা আপ্রাণ চেষ্টা করছি বরিশালে এ উত্সব আয়োজন করতে । বরিশালের তালুকদার হাট স্কুল ও করেজ মাঠের প্রত্যন্ত গ্রামে এই উৎসব সফল করতে ইতোমধ্যেই বরিশালের জেলা প্রশাসক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যদি প্রথম দিনের উদ্বোধন পর্বের অতিথি হন এবং তপঙ্কর চক্রবর্তী লেখিত ও পঠিত শিক্ষার্থীদের সন্ত্রাস ও দূর্নীতী মুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের করণীয় শীর্ষক প্রবন্ধ পাঠ ও মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহনে সম্মতি জ্ঞাপন করেন তাহলে আমরা খুবই উপকৃত ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাবো। এরপর নিশ্চিন্ত মনে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূরকে আমন্ত্রণ জানাবো সমাপনী দিনের ঘোষক ও পুরস্কার প্রদানের প্রধান অতিথি হতে।
সাহিত্য বাজার সাহিত্য পদক এ বছর তিনজন বরেণ্যজন পাবেন।
গুনীজন সম্মাননা পাবেন দেশ বরেণ্য চার শিল্পী।
সেরা সাহিত্য পুরুস্কার পাবেন ৭ জন সাহিত্য বাজারের নিয়মিত লেখক। যাদের লেখা অনলাইনে লাইক বেশি মুধু তারাই।
উত্সব সংখ্যা, উত্সব সম্মাননা পদক, সাহিত্য বাজার সাহিত্য পদক ও সাংস্কৃতিক আয়োজনকে সম্মৃদ্ধ করতে আপনার ও আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন/স্পন্সর সহযোগিতা আমাদের একান্ত কাম্য ।
যোগাযোগ
সালাম খোকন (ঢাকা) : +8801970039090
স্বাধীন চৌধুরী (ময়মনসিংহ) :
+8801712234163
গৌতম দাস (বরিশাল) :
+8801919848244
ও
সম্পাদক : আরিফ আহমেদ
01916167350
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১