গতকাল প্রথম আলোর রস+আলো'র একটা প্রশ্ন দেখে থমকাইলাম ।
''মানুষ আগুনে পোড়ার সময় তাঁরা কী করছিলেন?''
(দয়া করে সঠিক উত্তরটা দিন। আমরা নিশ্চিত, আপনারাই পারবেন।)
প্রশ্ন: বাসে আগুনে যখন মানুষ পুড়ছিল, রাজনৈতিক নেতারা তখন কী করছিলেন?
ক. জুস পান করছিলেন
খ. টিভি দেখে মজা পাচ্ছিলেন
গ. নতুন ড্রেস পরছিলেন
ঘ. মেকআপ করছিলেন
ঙ. পেটভরে খেয়ে ঘুমাচ্ছিলেন
চ. পা নাচাচ্ছিলেন
ছ. বাঁশি বাজাচ্ছিলেন
ঙ. ওপরের সব কটি
প্রশ্নের উত্তর আপনারাই দ্যান । আপাতত দুইটা প্রশ্নের উত্তর কি প্রথম আলো'র চাকুরেরা দিতে পারবেন ?
১। রানা প্লাজায় মানুষ চাপা পড়ে যখন একবুক বাতাসের জন্য কাঁদছিল - আপনারা কি করছিলেন ?
উত্তর - বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে নাচগান করছিলেন , আপনাদেরই স্বীকারোক্তি অনুযায়ী , 'সীমিত' পরিসরে । এবং সোস্যাল মিডিয়ায় সমালোচনার কারনে চাপাবাজি করে বাধ্য হয়েছিলেন রানাপ্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য 'নাচগান' করছি বলেছেন সঠিক বলতে গেলে বাধ্য হয়েছেন । এবং মানুষের প্রতিদিন সেক্স করা বন্ধ থাকে না বলে নাচগান করাও বন্ধ থাকা উচিত নয় বলে এই উপহাসমূলক অনুষ্ঠান জায়েজ করার চেষ্টা করেছিলেন । সেই রাতে অনেকেই তো ঘোষনা দিয়েছিলেন লক্ষ লক্ষ টাকা অনুদানের , এক অনন্ত জলিল ছাড়া আর কে বাস্তবে দিয়েছেন , তা কিন্তু আপনারা জানান নাই , কারন সেই কথা কারও মনে নাই- খেল খতম পয়সা হজম । মনে পড়ে ?
২। যখন মানুষ আগুনে পুড়ছিলো , তখন আপনারা চাকুরেরা কি করছিলেন ?
উত্তর- বেঙ্গল ফাউন্ডেশনের অনুষ্ঠানকে ''অবরুদ্ধ শহরে সুকুমারবৃত্তির চর্চা'' বলে উপভোগ করছিলেন । একদল সো কলড আপারক্লাস । তাদের বিনোদন চলছিলো । এবং পরের দিন ভি এই পি দের উপস্থিতির জন্য পোড়া মানুষগুলোর চিকিতসা হচ্ছে না বলে ভি আই পিদের এক হাত দেখে নেয়া । এবং বরাবরের মতই কোন ডাক্তার এবার চিকিৎসায় অবহেলা করছেন তা খুঁজে বের করা কিন্তু নিরলস সেবা দিয়ে যাওয়া ডাক্তারের কথা চেপে যাওয়া অনুসন্ধানী রিপোর্ট ছাপানো , ঠিক যেমন ডাঃ সাজিয়া এখনো গৌন । এবার তেমন ঝড় ওঠেনি প্রতিবাদের , তাই এইবার আর আগুনে পোড়া মানুষদের জন্য ফান্ডও খুলতে বাধ্য হয় নি চাকুরেরা , প্রতিদিনের সেক্সের সাথে তুলনাও করতে হয় নাই - ভাগ্যিস !
উত্তর কি আছে , হে সুবিধাভোগীরা ?
দূর্যোধন দূর্যোধন